স্ট্রিম প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিভিন্ন হলে ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ ফল ঘোষণা করা হয়।
শের-ই-বাংলা ফজলুল হক হল
ভিপি: মো. রানা হোসাইন; জিএস: তানজীল হোসাইন; এজিএস: মো. ওমর ফারুক।
শাহ মখদুম হল
ভিপি: মো. শামীম আলম; জিএস: বায়েজিদ; এজিএস: মো. জাকারিয়া।
নবাব আব্দুল লতিফ হল
ভিপি: নিয়ামত উল্লাহ; জিএস: মো. নুরুল ইসলাম; এজিএস: রনি হাসান।
সৈয়দ আমীর আলী হল
ভিপি: মো. নাঈম ইসলাম; জিএস: মো. সাব্বির হোসেন; এজিএস: মো. মুন্না ইসলাম।
শহীদ শামসুজ্জোহা হল
ভিপি: মো. আশিকুর রহমান সোহাগ; জিএস: মো. সৈয়দ হোসেন; এজিএস: মোস্তাফিজুর রহমান। আরমান
মন্নুজান হল
ভিপি: সুমাইয়া জাহান; জিএস: তাসমেরী জাহান তন্বী; এজিএস: মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন।
শহীদ হবিবুর রহমান হল
ভিপি: আহমদ আহসান উল্লাহ ফারহান; জিএস: আশিক শিকদার; এজিএস: মো. শহীদুল ইসলাম সুমন।
মতিহার হল
ভিপি: মো. তাজুল ইসলাম; জিএস: আরিফুল ইসলাম; এজিএস: মো. ওবায়দুর রহমান।
মাদার বখশ আলী হল
ভিপি: মো. রুবেল আলী; জিএস: মোহাম্মদ ইব্রাহিম হোসাইন; এজিএস: মো. আবু রায়হান।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল
ভিপি: কাওসার হাবিব; জিএস: মোহাম্মদ সাচ্চু হোসেন; এজিএস: মো. ইমরুল হাসান।
রোকেয়া হল
ভিপি: মোসাম্মৎ অর্পণা হক; জিএস: মোসাম্মৎ লায়লা খাতুন; এজিএস: মোসাম্মৎ শাহনাজ পারভীন।
বেগম খালেদা জিয়া হল
ভিপি: সাবরিনা মারজান; জিএস: জারিন তাসনিম রিফা; এজিএস: মোসাম্মৎ পারভীন আরা।
শহীদ জিয়াউর রহমান হল
ভিপি: মোজাম্মেল হক; জিএস: আরিফুল ইসলাম; এজিএস: মোহাম্মদ ইস্রাফিল হোসেন।
বিজয় ২৪ হল
ভিপি: মো. রাসেল মিয়া; জিএস: ইমরুল হাসান; এজিএস: মো. শাহাদাৎ হোসেন সাকিব।
রহমতুন্নেসা হল
ভিপি: সাইফুন নাসিরা; জিএস: মোসাম্মৎ হাবিবা আক্তার রিয়া; এজিএস: মোসাম্মৎ আফসানা মিমি।
জুলাই ৩৬ হল
ভিপি: সৈয়দা সমাপিকা আহমেদ; জিএস: মোসাম্মৎ তাসফিয়া তাবাসসুম; এজিএস: তাওহিদা ইয়াসমিন।
তাপসী রাবেয়া হল
ভিপি: মরিয়ম খাতুন; জিএস: তাওহীদা আক্তার; এজিএস: খাদিজা আক্তার।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল প্রায় সাড়ে চারটা পর্যন্ত রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন আয়োজিত হয়। ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে আটটা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনার কাজ শুরু হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিভিন্ন হলে ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ ফল ঘোষণা করা হয়।
শের-ই-বাংলা ফজলুল হক হল
ভিপি: মো. রানা হোসাইন; জিএস: তানজীল হোসাইন; এজিএস: মো. ওমর ফারুক।
শাহ মখদুম হল
ভিপি: মো. শামীম আলম; জিএস: বায়েজিদ; এজিএস: মো. জাকারিয়া।
নবাব আব্দুল লতিফ হল
ভিপি: নিয়ামত উল্লাহ; জিএস: মো. নুরুল ইসলাম; এজিএস: রনি হাসান।
সৈয়দ আমীর আলী হল
ভিপি: মো. নাঈম ইসলাম; জিএস: মো. সাব্বির হোসেন; এজিএস: মো. মুন্না ইসলাম।
শহীদ শামসুজ্জোহা হল
ভিপি: মো. আশিকুর রহমান সোহাগ; জিএস: মো. সৈয়দ হোসেন; এজিএস: মোস্তাফিজুর রহমান। আরমান
মন্নুজান হল
ভিপি: সুমাইয়া জাহান; জিএস: তাসমেরী জাহান তন্বী; এজিএস: মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন।
শহীদ হবিবুর রহমান হল
ভিপি: আহমদ আহসান উল্লাহ ফারহান; জিএস: আশিক শিকদার; এজিএস: মো. শহীদুল ইসলাম সুমন।
মতিহার হল
ভিপি: মো. তাজুল ইসলাম; জিএস: আরিফুল ইসলাম; এজিএস: মো. ওবায়দুর রহমান।
মাদার বখশ আলী হল
ভিপি: মো. রুবেল আলী; জিএস: মোহাম্মদ ইব্রাহিম হোসাইন; এজিএস: মো. আবু রায়হান।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল
ভিপি: কাওসার হাবিব; জিএস: মোহাম্মদ সাচ্চু হোসেন; এজিএস: মো. ইমরুল হাসান।
রোকেয়া হল
ভিপি: মোসাম্মৎ অর্পণা হক; জিএস: মোসাম্মৎ লায়লা খাতুন; এজিএস: মোসাম্মৎ শাহনাজ পারভীন।
বেগম খালেদা জিয়া হল
ভিপি: সাবরিনা মারজান; জিএস: জারিন তাসনিম রিফা; এজিএস: মোসাম্মৎ পারভীন আরা।
শহীদ জিয়াউর রহমান হল
ভিপি: মোজাম্মেল হক; জিএস: আরিফুল ইসলাম; এজিএস: মোহাম্মদ ইস্রাফিল হোসেন।
বিজয় ২৪ হল
ভিপি: মো. রাসেল মিয়া; জিএস: ইমরুল হাসান; এজিএস: মো. শাহাদাৎ হোসেন সাকিব।
রহমতুন্নেসা হল
ভিপি: সাইফুন নাসিরা; জিএস: মোসাম্মৎ হাবিবা আক্তার রিয়া; এজিএস: মোসাম্মৎ আফসানা মিমি।
জুলাই ৩৬ হল
ভিপি: সৈয়দা সমাপিকা আহমেদ; জিএস: মোসাম্মৎ তাসফিয়া তাবাসসুম; এজিএস: তাওহিদা ইয়াসমিন।
তাপসী রাবেয়া হল
ভিপি: মরিয়ম খাতুন; জিএস: তাওহীদা আক্তার; এজিএস: খাদিজা আক্তার।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল প্রায় সাড়ে চারটা পর্যন্ত রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন আয়োজিত হয়। ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে আটটা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনার কাজ শুরু হয়।
জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, যে পরিবর্তন এসেছে তা ওই গণঅভ্যুত্থানের ফলে সম্ভব হয়েছে। জুলাই সনদকে গণঅভুত্থানের দ্বিতীয় অংশ উল্লেখ করে তিনি বলেন, আমরা আজকে যে কাজটা করলাম, এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে। সেটা দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে।
৮ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদ হাতে না পাওয়া এবং স্বাধীনতার ঘোষণাপত্র (প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্টস) থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তার কারণে সনদে স্বাক্ষর করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম। তবে অনিশ্চয়তা দূর হওয়ায় দলটি পরে জুলাই সনদে স্বাক্ষর করবে বলে নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে বাংলাদেশের জন্য একটি ‘ঐতিহাসিক দিন’ অভিহিত করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, দীর্ঘ আলোচনার ফসল হিসেবে এই সনদ চূড়ান্ত রূপ পেয়েছে এবং গণভোটের মাধ্যমে জনগণ এটিকে অনুমোদন দিলে ভবিষ্যৎ সংসদ এটি বাস্তবায়নে বাধ্য থাকবে।
১০ ঘণ্টা আগে‘গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে’ এই সনদ শুরু হয়েছে। এতে সাতটি সুনির্দিষ্ট অঙ্গীকার করা হয়েছে—
১০ ঘণ্টা আগে