কারাগারে গড়ে ওঠা ব্যান্ড ‘কাকতাল’-এর বিরতি কি নতুনভাবে ফিরে আসার প্রস্তুতি
সম্প্রতি ‘শান্তির খোঁজে’ নিজেদের যাত্রা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ব্যান্ডদল ‘কাকতাল’। ‘আবার দেখা হলে’, ‘গোলোকধাঁধা’, ‘সোডিয়াম’ বা ‘চর্কি’র মতো গান দিয়ে শ্রোতাপ্রিয় এই ব্যান্ড আসলেই কি বন্ধ হয়ে যাচ্ছে, নাকি তাঁরা সাময়িক বিরতি নিলেন? এসব প্রশ্নে স্ট্রিম কথা বলেছে দলটির লিড ভোকালসহ অন্য