জয়পুরহাটের গ্রাম থেকে যেভাবে দরিদ্র মানুষের ‘কিডনি পাচার’ হচ্ছে ভারতে
জয়পুরহাট জেলার বাইগুনী গ্রামে এমন ঘটনা এতটাই সাধারণ হয়ে উঠেছে যে, স্থানীয়রা এখন গ্রামটিকে ‘এক কিডনির গ্রাম’ নামে চেনে। ছয় হাজার মানুষের গ্রামটির অনেকেই কমবেশি এই অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন।