leadT1ad

বাতের ইনজেকশন বিনামূল্যে পেল রামেক হাসপাতাল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

রামেক হাসপাতালে এসেছে দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফের পাঠানো ওষুধ। ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসারত বাতের রোগীদের জন্য আমেরিকাভিত্তিক দাতব্য সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’ প্রায় ৩৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের আধুনিক ইনজেকশন অনুদান হিসেবে পাঠিয়েছে। ‘অ্যাডালিমুমাব’ নামের এই ৯০০ পিস বায়োলজিক ইনজেকশন আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে হাসপাতালে এসে পৌঁছেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার যুক্তরাষ্ট্র থেকে ওষুধগুলো ঢাকায় পৌঁছায় ও কাস্টমস প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তা রাজশাহীতে আনা হয়। ইনজেকশনগুলোর মেয়াদ আগামী বছরের ৩১ অক্টোবর পর্যন্ত রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই নির্ধারিত সময়সীমার মধ্যেই উপযুক্ত রোগীদের দেহে এই ওষুধ প্রয়োগ করা হবে।

চিকিৎসকদের মতে, রিউমাটয়েড আর্থরাইটিস, সোরিয়াটিক আর্থরাইটিস, অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস ও জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থরাইটিসের মতো জটিল অটোইমিউন রোগের চিকিৎসায় এই ওষুধ ব্যবহৃত হয়।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদনসহ দাপ্তরিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ।

রামেকের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আযাদ জানান, বাংলাদেশে এই ওষুধের কপি সংস্করণ পাওয়া গেলেও তা অত্যন্ত ব্যয়বহুল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে। ডিরেক্ট রিলিফ-এর এই অনুদানের ফলে অনেক অসচ্ছল রোগী এখন দীর্ঘমেয়াদি ব্যথা ও পঙ্গুত্ব থেকে মুক্তি পাবেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, নতুন যোগ হওয়া এই বাতের ইনজেকশন গরিব রোগীদের জন্য আশীর্বাদস্বরূপ। মেডিসিন ইউনিট-৫-এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. আজিজুল হক আযাদ রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে কারা এই ইনজেকশন পাবেন, তা নির্ধারণ করবেন।

Ad 300x250

সম্পর্কিত