বাংলাদেশে আহমদ ছফা দুজন আছে নাকি?
আহমদ ছফাকে `বাংলার প্রমিথিউস’ বললে হয়তো বাড়াবাড়ি হবে না। স্বর্গ থেকে আগুন আনার মতো, সমাজের অচলায়তন ভেঙে বারবার তিনি জ্বালতে চেয়েছিলেন বুদ্ধিবৃত্তির মশাল। `বাঙালি মুসলমানের মন’ থেকে `গাভী বিত্তান্ত’সহ নানা বইয়ে সমাজের মধ্যে থাকা তিতা সত্য কথাগুলো অকপটে লিখে গেছেন তিনি।