leadT1ad

চালু হচ্ছে এনইআইআর সিস্টেম, বন্ধ হবে অবৈধ মোবাইল সেট: ফয়েজ আহমদ তৈয়্যব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধে আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) সিস্টেম। এতে নিবন্ধনহীন বা আনঅফিসিয়াল মোবাইল সেট দেশের নেটওয়ার্কে আর ব্যবহার করা যাবে না।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর বিটিআরসি ভবনের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এনইআইআর চালুর ফলে প্রতিটি মোবাইল ডিভাইস এমএফএস অনুযায়ী নিবন্ধিত থাকবে। কোনো অবৈধ মোবাইল সেট দিয়ে একাধিক সিম ব্যবহার করা যাবে না। এর ফলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে সংগঠিত সিম ক্লোনিং, ভুয়া অ্যাকাউন্ট ও লেনদেনসংক্রান্ত জালিয়াতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

তিনি আরও বলেন, ইকেওয়াইসি যাচাই প্রক্রিয়া শক্তিশালী করতে প্রত্যেকটি আইএমইআই নির্দিষ্ট এনআইডি ও সিমের সঙ্গে যুক্ত থাকবে। ফলে ইকেওয়াইসি সিস্টেমে ভুয়া বা একাধিক নিবন্ধন করা সম্ভব হবে না। এটি আর্থিক খাতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করবে।

চুরি বা হারানো ফোনের ক্ষেত্রে আইএমইআই ব্লক করে দিলে সেই ফোনে আর কোনো নতুন সিম ব্যবহার করা যাবে না বলে উল্লেখ করেন তিনি। এতে প্রতারকরা হারানো ফোন ব্যবহার করে স্ক্যাম বা ওটিপি জালিয়াতি করতে পারবে না।

টেলিকম খাতের নিরাপত্তা ও রাজস্ব সুরক্ষা প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এনইআইআর চালু হলে অবৈধভাবে আমদানিকৃত বা নকল মোবাইল সেটের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হবে। এর ফলে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি থেকে রক্ষা পাবে এবং দেশে মোবাইল উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে।

তিনি বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের টেলিকম খাত একটি নতুন, নিরাপদ ও স্বচ্ছ যুগে প্রবেশ করবে।’

এ সময় তিনি বৈধ হ্যান্ডসেট ব্যবহারে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মী ও মোবাইল অপারেটরদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত