leadT1ad

বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি এনভিডিয়া

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি এনভিডিয়া

প্রযুক্তি খাতের ইতিহাসে এক নতুন মাইলফলক রচনা করল মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। ওয়ালস্ট্রিটে বুধবার (২৯ অক্টোবর) বাজারমূল্যের দিক থেকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে এনভিডিয়া এখন বিশ্বের প্রথম কোম্পানি, যার মূল্যায়ন এত উচ্চতায় পৌঁছাল। খবর রয়টার্স।

এনভিডিয়ার শেয়ারবাজারে লেনদেন শেষ হয় শেয়ারপ্রতি ২০৭ দশমিক শূন্য চার ডলারে। এতে কোম্পানির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৫ দশমিক শূন্য তিন ট্রিলিয়ন ডলার।

চিপ থেকে এআই সাম্রাজ্যে

গ্রাফিক্স চিপ নির্মাতা হিসেবে যাত্রা শুরু করলেও এনভিডিয়া এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগের মূল চালিকাশক্তি। ২০২২ সালে চ্যাটজিপিটির উত্থানের পর থেকে কোম্পানির তৈরি জিপিইউ চিপই হয়ে ওঠে বড় ভাষা মডেল ও সুপার কম্পিউটিং অবকাঠামোর কেন্দ্র।

এনভিডিয়ার উত্থান। ছবি: রয়টার্স
এনভিডিয়ার উত্থান। ছবি: রয়টার্স

বিশ্লেষকদের মতে, এনভিডিয়া এখন শুধু প্রযুক্তি কোম্পানি নয়, বরং এআই শিল্পের অবকাঠামো গড়ে তোলার অন্যতম স্তম্ভ। বাজারে চাহিদা এতটাই বেড়েছে যে প্রতিষ্ঠানটির রাজস্ব ও মুনাফা উভয়ই রেকর্ড হারে বাড়ছে।

ভেতরে সুযোগ, বাইরে চাপ

তবে সাফল্যের সঙ্গে এসেছে নতুন চ্যালেঞ্জও। যুক্তরাষ্ট্র সরকারের রপ্তানি নিয়ন্ত্রণের কারণে এনভিডিয়া উচ্চক্ষমতার চিপ চীনে বিক্রি করতে পারছে না। এর মধ্যেও কোম্পানির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলছেন, এআই প্রযুক্তির বিকাশে বৈশ্বিক অংশীদারত্ব অপরিহার্য। চীনকে বাদ দিয়ে বিশ্বে এআই উন্নয়ন সম্ভব নয়।

বাজার বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ৫ ট্রিলিয়ন ডলারের এই মূল্যায়ন এনভিডিয়ার ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন, যদিও এত দ্রুত উত্থান ভবিষ্যতে ঝুঁকিও তৈরি করতে পারে।

এনভিডিয়ার এই অর্জন প্রযুক্তি বাজারে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু একটি কোম্পানির সাফল্য নয়, এটি এক যুগের সূচনা। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাই হবে বৈশ্বিক অর্থনীতির নতুন চালিকা শক্তি।

Ad 300x250

সম্পর্কিত