leadT1ad

‘ডিসেম্বরের শুরুতে দেশে ফিরছেন তারেক রহমান’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর জানিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

আজ শনিবার (৮ নভেম্বর) স্ট্রিমের সঙ্গে আলাপে এ তথ্য জানান তিনি। ফজলে এলাহী বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তারেক রহমান দেশে চলে আসবেন। নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার আভাস দিয়েছে।’

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা– এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি স্পষ্ট—তাঁকে (তারেক রহমান) আসতেই হবে। একটি দলের কর্ণধার হিসেবে তিনি কী দেশের বাইরে থেকে নির্বাচন করতে পারবেন? পারবেন না।’

ফজলে এলাহী বলেন, ‘নিরাপত্তা শঙ্কায় তিনি (তারেক রহমান) দেশে আসবেন না, এমন নয়। তাঁকে চ্যালেঞ্জ নিয়েই আসতে হবে; সরকারকেও নিরাপত্তার দিক দেখতে হবে। কারণ নাগরিকের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’

গত ১ নভেম্বর নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। ভোট হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছিলেন।

গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন। তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া-৬ আসনে।

১৯৯১ সালে নির্বাচনী পথচলা শুরু করেন খালেদা জিয়া। জিয়াউর রহমান ও খালেদার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান এবারই প্রথম সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন।

তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ফজলে এলাহী বলেন, ‘তারেক রহমান নিজে নির্বাচনে অংশ নেবেন। বাইরে থেকে এটি করার সুযোগ নেই।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত