leadT1ad

যিনি ছিলেন বাংলা সিনেমার মুকুটহীন সম্রাট

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৯: ৩৪

তরুণ প্রজন্ম তাঁকে “আমেনার মা” মিম দিয়ে চিনলেও, বাংলাদেশের চলচ্চিত্র ভূবনে তাঁর ডাকনাম ছিল মুকুটহীন সম্রাট। অভিনেতাদের মধ্যে তিনিই প্রথম একুশে পুরস্কার লাভ করেছিলেন। পাঁচ দশকের অভিনয় জীবনে তিনি প্রায় ৩৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্রের নবাব খ্যাত লিজেন্ডারি এ্যাক্টর আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ছিলেন ভার্সেটাইল ক্যারেক্টার। ঐতিহাসিক, রাজনৈতিক, লোককাহিনিভিত্তিক, ফ্যান্টাসি, সামাজিক, মেলোড্রামা, বক্তব্যধর্মী—সব ধরনের ছবিতে অভিনয় করেছেন। ১৯৭৫ সালে তিনি নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাঠিয়াল চলচ্চিত্রে কাদের লাঠিয়াল চরিত্রে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ১৯৭৮ সালে তিনি আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে' চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১০ সালে আনোয়ার হোসেনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

স্ট্রিমের পক্ষ থেকে গুণী এই অভিনেতার জীবন ও কর্মের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

Ad 300x250

সম্পর্কিত