যিনি ছিলেন বাংলা সিনেমার মুকুটহীন সম্রাট
তরুণ প্রজন্ম তাঁকে “আমেনার মা” মিম দিয়ে চিনলেও, বাংলাদেশের চলচ্চিত্র ভূবনে তাঁর ডাকনাম ছিল মুকুটহীন সম্রাট। পাঁচ দশকের অভিনয় জীবনে তিনি প্রায় ৩৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্রের নবাব খ্যাত লিজেন্ডারি এ্যাক্টর আনোয়ার হোসেন।