leadT1ad

মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে ‘এই সময়’: বিএনপি

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪৪
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভারতের কলকাতাভিত্তিক দৈনিক এই সময়-এ প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার বিভ্রান্তিকর ও ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে দলটি। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় বিএনপি।

বিবৃতিতে বলা হয়, মির্জা ফখরুল পরিষ্কারভাবে জানিয়েছেন যে, সাক্ষাৎকারে তাঁর নামে যেসব বক্তব্য প্রকাশ করা হয়েছে—এর মধ্যে জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা কিংবা ন্যাশনাল সিটিজেন পার্টিকে নিয়ে কটূক্তি—সবই ভিত্তিহীন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সাক্ষাৎকারটিকে বিভিন্ন শিরোনামে প্রকাশ করেছে। কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।’

বিএনপি দাবি করে, দলের জ্যেষ্ঠ নেতা হিসেবে মির্জা ফখরুল কখনও অপ্রাসঙ্গিক বক্তব্য দেন না। তিনি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হতে আহ্বান জানান।

এছাড়া সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ জানিয়ে বলেন, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ যেন প্রকাশ না করা হয়।

Ad 300x250

সম্পর্কিত