leadT1ad

বরিশালে হরিজন পল্লীতে উচ্ছেদ কার্যক্রমে স্থিতাবস্থা জারি

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৫৩
হাইকোর্ট ভবন। ছবি: সংগৃহীত

বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লীতে উচ্ছেদ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ ছাড়া আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। রুলে বরিশালের হরিজন পল্লীতে চলমান উচ্ছেদ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বরিশালের ডিসিসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বিভাষ চন্দ্র বিশ্বাস, প্রজ্ঞা পারমিতা ও অনুপ সাহা।

জানা গেছে, বরিশালের শহরের কাঠপট্টিতে অবস্থিত এই হরিজন পল্লী দেড় শ বছরের পুরানো। এখানে মূলত নগরে যারা সুইপার হিসেবে কাজ করেন, তাঁরা সপরিবারে বসবাস করেন। কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বরিশালের জেলা প্রশাসক সম্প্রতি এক মৌখিক আদেশে তাঁদের ৪ অক্টোবরের মধ্যে পল্লী ছাড়তে নির্দেশ দেন। এতে সংক্ষুব্ধ হয়ে হরিজন পল্লীর শতাধিক বাসিন্দা গত ১১ সেপ্টেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক, বরিশালের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনে উক্ত উচ্ছেদ বন্ধের আবেদন করেন। কিন্তু এরপরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী উৎপল বিশ্বাসসহ কয়েকজন হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে বরিশাল সিটি করপোরেশনের আওতাভুক্ত ওই হরিজন কলোনির উচ্ছেদ কার্যক্রমকে কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। আদালতের কাছে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করার আবেদন করা হয়, যাতে হরিজন পল্লীতে বসবাসরতদের উচ্ছেদ না করা হয়।

Ad 300x250

সম্পর্কিত