leadT1ad

বিএনপির সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৫: ৫৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আইএমএফ-এর অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউয়ের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. জিয়াউদ্দিন হায়দার এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকে আইএমএফের চলমান মিশনের প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে আলোচনা হয়। এছাড়াও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতে সংস্কার, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রা সংকট ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত