leadT1ad

এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুল

বাসস
বাসস

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২২: ৪৭
রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব। ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে দেশে সব ধর্ম ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে এবং কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সেইভাবে গড়ে তুলতে চাই, যেখানে সকল ধর্মের, সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে।’

আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মতুয়া সম্প্রদায়ের এক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘একাত্তর সালে যখন আমরা যুদ্ধ করি, সেই যুদ্ধের সময়ে কিন্তু আমাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি—সবাই একসঙ্গে দেশকে স্বাধীন করতে লড়াই করেছিলাম। আজকে আবার সেই মন্ত্রে উজ্জীবিত হয়ে আসুন, সবাই মিলে সব মানুষের বসবাস উপযোগী একটি দেশে রূপান্তরিত করতে এক হই।’

‘মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট’-এর উদ্যোগে আয়োজিত এই হিন্দু প্রতিনিধি সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মিলনায়তনে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সদস্যরা উলুধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানান।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আসুন, আমরা সবাই বিএনপিকে বিজয়ী করি। আপনাদের দাবি-দাওয়া তখনই পূরণ করা সম্ভব হবে, যখন আপনারা আমাদের নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারবেন।’ এ সময় তিনি ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষের ভোট চাই’ স্লোগান দিলে উপস্থিত সবাই তাতে সাড়া দেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি শুধু মুসলমানদের দল নয়, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যা সব ধর্মের সমান অধিকার নিয়ে কাজ করে। সংবিধানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই, সব নাগরিকের সমান অধিকার। সেটাকেই ভিত্তি ধরে আমরা আত্মীয়তা করতে চাই।’

হরি গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি সুবর্ণা রানী ঠাকুর বলেন, ‘আজকে ভার্চুয়াল মিটিংয়ে যে মহান ব্যক্তি বসে আছেন, শত শত মাইল দূরে থেকেও তাঁর মন পড়ে রয়েছে এই বাংলাদেশের মাটিতে। আমি আশা রাখি, তিনি অতি শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের সনাতনী সম্প্রদায়ের সব দাবি-দাওয়া পূরণ করবেন।’

মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সদস্যসচিব কপিল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘আজকে সারাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষজন এই অনুষ্ঠানে এসে প্রমাণ করে দিচ্ছে, হিন্দু সম্প্রদায় কারও ব্যক্তিগত ভোট বাক্স নয়। হিন্দু মানেই আওয়ামী লীগ নয়। এই ক্রান্তিকালে তারেক রহমানই আমাদের আশা-ভরসার প্রতীক। আমরাও চাই, এই মতুয়া সম্প্রদায় আপনার ভোটব্যাংক হোক।’

মতুয়া বহুজন ঐক্যজোটের আহ্বায়ক সোমনাথ দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার প্রমুখ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত