leadT1ad

তিন দাবিতে শাহবাগ মোড় অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২০: ৪৯
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২০: ৫৪
বিকালে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বিএসসি ডিগ্রি ছাড়া কাউকে প্রকৌশলী পদবি ব্যবহার করতে না দেওয়াসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এসময়ে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বুয়েট শিক্ষার্থী বলেন, ‘ডিপ্লোমার শিক্ষার্থীরা ৫০% অটো প্রমোশনে ১০ম গ্রেড থেকে ওপরের দিকে উঠতেছে। ৪ বছর ধরে বিএসসি করার পর তাদেরকে আমাদের স্যার বলে ডাকতে হচ্ছে। গতবছরই কোটার জন্য আন্দোলন করলাম। এখনো কীভাবে ৫০% কোটা থাকতে পারে?’

বুয়েটের মেকানিক্যাল ২৩ ব্যাচের শিক্ষার্থী আব্দুল মোমেন স্ট্রিমকে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। এ অন্যায় আমরা মেনে নেব না।’

শিক্ষার্থীদের দাবি হলো—

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদে) প্রবেশের জন্য সবার ক্ষেত্রে নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোটার মাধ্যমে কিংবা অন্য নামে সমমান পদ তৈরি করে কোনো পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদে) নিয়োগ পরীক্ষা বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়া নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো যথাযথ প্রক্রিয়ায় আইইবি-বিএইটিই-এর আওতায় আনতে হবে।

এর আগে, ৯ম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে “প্রকৌশলী অধিকার আন্দোলন” নামে প্ল্যাটফর্ম থেকে তিন দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এতে বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেন।

Ad 300x250

সম্পর্কিত