স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক ও কর্মকর্তারা আজ রোববার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতিতে নেমেছেন। ‘প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) পুনর্বহাল’ এবং শনিবার সংঘটিত ‘শিক্ষক লাঞ্ছনার’ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন শিক্ষক ও কর্মকর্তারা। কর্মসূচি চলাকালে তারা জানান, দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হবে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কার্যক্রমকে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি অধ্যাপক মোক্তার হোসেন বলেন, ‘দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই প্রাতিষ্ঠানিক সুবিধা চালু রয়েছে। কিন্তু এখানে গুটিকয়েক শিক্ষার্থী আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করছে। তাছাড়া শিক্ষকদের ওপর হামলার ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, ‘গতকালের ঘটনায় কিছু সাবেক শিক্ষার্থীও জড়িত ছিল। তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। দাবি মানা না হলে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে পূর্ণ শাটডাউন হবে, তবে রাকসুর কার্যক্রম এর বাইরে থাকবে।’
বিজনেস স্টাডিজ অনুষদের ডেপুটি রেজিস্ট্রার রাবেয়া আক্তার বলেন, ‘এটি রাবির জন্য অত্যন্ত লজ্জাজনক। বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমরা কোনো কোটার সুযোগ নিচ্ছি না, বরং ৩০-৪০ বছর চাকরির পর সামান্য প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করছি। প্রয়োজনে আমাদের সন্তানরা স্ট্যান্ডবাই থাকবে, তবে যদি মেধা পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে প্রতিটি বিভাগে সর্বোচ্চ এক থেকে দুজনের সুযোগ পাওয়া প্রাপ্য।’
এদিকে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেখানে সাম্প্রতিক ঘটনার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এদিকে কর্মবিরতি কর্মসূচির বিপরীতে গিয়ে ক্লাস নিয়েছেন আইন বিভাগের অধ্যাপক মোর্শেদুল ইসলাম। এদিন আন্দোলনের কারণে শ্রেণিকক্ষ বন্ধ থাকায় চায়ের দোকানে বসে ক্লাস নেন। এতে বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পোষ্যকোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয় এবং কয়েকজন আহত হন। ঘটনার পরই শিক্ষক ও কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন, যা আজ কার্যকর করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক ও কর্মকর্তারা আজ রোববার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতিতে নেমেছেন। ‘প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) পুনর্বহাল’ এবং শনিবার সংঘটিত ‘শিক্ষক লাঞ্ছনার’ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন শিক্ষক ও কর্মকর্তারা। কর্মসূচি চলাকালে তারা জানান, দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হবে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কার্যক্রমকে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি অধ্যাপক মোক্তার হোসেন বলেন, ‘দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই প্রাতিষ্ঠানিক সুবিধা চালু রয়েছে। কিন্তু এখানে গুটিকয়েক শিক্ষার্থী আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করছে। তাছাড়া শিক্ষকদের ওপর হামলার ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, ‘গতকালের ঘটনায় কিছু সাবেক শিক্ষার্থীও জড়িত ছিল। তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। দাবি মানা না হলে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে পূর্ণ শাটডাউন হবে, তবে রাকসুর কার্যক্রম এর বাইরে থাকবে।’
বিজনেস স্টাডিজ অনুষদের ডেপুটি রেজিস্ট্রার রাবেয়া আক্তার বলেন, ‘এটি রাবির জন্য অত্যন্ত লজ্জাজনক। বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমরা কোনো কোটার সুযোগ নিচ্ছি না, বরং ৩০-৪০ বছর চাকরির পর সামান্য প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করছি। প্রয়োজনে আমাদের সন্তানরা স্ট্যান্ডবাই থাকবে, তবে যদি মেধা পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে প্রতিটি বিভাগে সর্বোচ্চ এক থেকে দুজনের সুযোগ পাওয়া প্রাপ্য।’
এদিকে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেখানে সাম্প্রতিক ঘটনার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এদিকে কর্মবিরতি কর্মসূচির বিপরীতে গিয়ে ক্লাস নিয়েছেন আইন বিভাগের অধ্যাপক মোর্শেদুল ইসলাম। এদিন আন্দোলনের কারণে শ্রেণিকক্ষ বন্ধ থাকায় চায়ের দোকানে বসে ক্লাস নেন। এতে বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পোষ্যকোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয় এবং কয়েকজন আহত হন। ঘটনার পরই শিক্ষক ও কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন, যা আজ কার্যকর করা হয়েছে।
সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া কালি ও দুর্গা মন্দিরে রোববার ভোরের দিকে প্রতিমা ভাঙচুর করা হয়। সিসি টিভি ফুটেজ দেখে হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে কুষ্টিয়ার জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
১ ঘণ্টা আগেনির্বাহী আদেশে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, বরং ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে এই দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শেষে আজ রোববার সাংবাদ
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছে। আজ রোববার দুপুরে দুর্ঘটনার দুই মাস পূর্তির দিনে ছাড়পত্র পাওয়া দুজন হলো, নিলয় (১৩) ও রুপি বড়ুয়া (১০)।
১ ঘণ্টা আগে