leadT1ad

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, সচেতনতামূলক বার্তা প্রচারের আহ্বান স্বাস্থ্য মন্ত্রণালয়ের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ২০: ৩২
ডেঙ্গু। প্রতীকী ছবি

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চারটি জরুরি সচেতনতামূলক বার্তা দিয়েছে। জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া, জমে থাকা পানি পরিষ্কার করা, মশারি ব্যবহার এবং জ্বর কমে গেলেও সতর্ক থাকার মতো বিষয়গুলো জনস্বার্থে দেশের সব গণমাধ্যমে নিয়মিত প্রচারের জন্য আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্তায় জ্বরের শুরুতেই সতর্ক হওয়ার ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে। জ্বরের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য বলা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধের ওপর জোর দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, এডিস মশার বংশবিস্তার রোধে ঘরবাড়ি ও এর আশপাশ, নির্মাণাধীন ভবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ ও পরিষ্কার করতে হবে। এর পাশাপাশি, দিনের বা রাতের যেকোনো সময়ে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, ডেঙ্গু জ্বর কমে যাওয়ার পর অনেক সময় মারাত্মক জটিলতা দেখা দেয়। তাই জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যাতে প্লাটিলেট কমে যাওয়া বা ডেঙ্গু শক সিনড্রোমের মতো বিপজ্জনক পরিস্থিতি এড়ানো যায়।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়েছে।

মন্ত্রণালয় দেশের সকল সরকারি ও বেসরকারি ইলেকট্রনিক মিডিয়াকে এই বার্তাগুলো জনস্বার্থে বিনামূল্যে নিয়মিত প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত