leadT1ad

সর্বজনীন পেনশন স্কিমের ‘ইসলামিক ভার্সন’ চালু হচ্ছে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২০: ০৩
পেনশন স্কিম। প্রতীকী ছবি

সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি কী হতে পারে, তা পর্যালোচনা করে ধারণাপত্র তৈরি করা হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সভায় সর্বজনীন পেনশন স্কিমে বীমা সুবিধা চালুকরণ নিয়েও আলোচনা হয়েছে। এ সংক্রান্ত সম্ভাব্যতা যাচাই চলমান রয়েছে। সঠিকভাবে বিশ্লেষণ শেষে ধারণাপত্র জরুরি ভিত্তিতে সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও ৩০ জুন পর্যন্ত মোট ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতার মাসিক চাঁদা ও ২০২৩-২৪ অর্থ বছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমাকৃত অর্থের পরিমাণ ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা বলে জানানো হয়েছে।

সভায় ২০২৪-২৫ অর্থ বছরের মুনাফার পরিমাণ ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা বলে জানানো হয়েছে। পরিচালনা পর্ষদ অনুমোদনক্রমে বিনিয়োগ সময়কালের ভিত্তিতে হিস্যা অনুযায়ী প্রাপ্য বিনিয়োগ মুনাফা বিনিয়োগকারীদের পেনশন হিসাবে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়াও জানানো হয়েছে, চাঁদাদাতারা তাদের পেনশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রাপ্ত মুনাফার পরিমাণ দেখতে পারবেন। সর্বোচ্চ মুনাফা প্রাপ্তির হার ১১ দশমিক ৬১ শতাংশ।

যাদের আত্মকর্মসংস্থান আছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য সুরক্ষা স্কিমে সর্বোচ্চ চাঁদার হার পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আউটসোর্সিং সেবাকর্মীরা প্রগতি স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। আউটসোর্সিং সেবাকর্মীদের জন্য সর্বনিম্ন মাসিক চাঁদার হার নির্ধারণ ৫০০ টাকা। চাঁদার পূর্ণ পরিমাণ সেবাকর্মী বহন করবেন; প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অবদান থাকবে না।

Ad 300x250

সম্পর্কিত