মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দিন কালক্ষেপণ করে রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয় এলাকায় জড়ো হন হাজারো শিক্ষার্থী।
সচিবালয়ের বাইরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে শিক্ষার্থীদের প্রেসক্লাবের দিকে সরিয়ে নিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের কারণে সচিবালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুইটি অধ্যাদেশ ঘিরে কর্মবিরতি ও আন্দোলনে নেমেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এর একটি হলো ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং অপরটি ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’। এই দুই অধ্যাদেশ ঘিরে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থায় একযোগে অস্থিরতা দেখা দিয়েছে।
সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। সোমবার (২ জুন) বেলা পৌঁনে ১২টার দিকে সচিবালয়ের বাদামতলায় কর্মচারীরা বিক্ষোভ করেন। পরে বেলা ১২ টার পর অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।