leadT1ad

অনুমোদন ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৩: ৪২
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। সংগৃহীত ছবি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা, যা এখতিয়ার বহির্ভূত।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি এবং ব্যবসায়ীদের দাম বাড়ানোর কোনো অনুমোদনও দেয়নি। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই ব্যবসায়ীদের। যদি দামের তারতম্য ঘটে, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

যদিও সোমবার ভোজ্যতেলের দাম বাড়িয়ে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

তবে উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, দাম বৃদ্ধির কোনো অনুমোদন মন্ত্রণালয় থেকে ব্যবসায়ীদের দেওয়া হয়নি।

ব্যবসায়ীদের দেওয়া নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ২৩ টাকা বাড়িয়ে ৯৪৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা।

Ad 300x250

সম্পর্কিত