leadT1ad

মিরপুরে পোশাক কারখানায় আগুন, ৯ জনের মরদেহ উদ্ধার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
মিরপুরে পোশাক কারখানায় আগুন। ছবি: আশরাফুল আলম

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও পাশের রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের রিফর্ম সেলের উপ সহকারী পরিচালক আলী আজম স্ট্রিমকে বলেন, ‘মিরপুরে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনো চলমান।’

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আহত একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আশরাফুল আলম
আহত একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আশরাফুল আলম

এদিকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবি।

এর আগে, দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাসায়নিকের গুদামটিতে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পারঅক্সাইডের মতো দাহ্য পদার্থ মজুদ করা ছিল।

Ad 300x250

সম্পর্কিত