leadT1ad

সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৯: ৩৫
সয়াবিন তেল। সংগৃহীত ছবি

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া প্রতি লিটার পাম অয়েলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তাঁরা। যদিও বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাদের এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়নি।

আজ সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ভোজ্য তেলের দাম বাড়ানোর এই প্রস্তাব দেওয়া হয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিনের দাম ৩ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

তাঁদের দাম বাড়ানোর প্রস্তাবে উপদেষ্টা সম্মতি দেননি বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন।

তিনি বলেন, ‘তাঁরা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এটা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। কিন্তু উপদেষ্টা এখনো সম্মতি দেননি। আর উপদেষ্টা সম্মতি না দিলে সেটা কার্যকর হয় না।’

Ad 300x250

সম্পর্কিত