
.png)

আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে সয়াবিন তেল ও তুরস্ক থেকে সয়াবিন তেল কিনছে সরকার।

সরকার ও ব্যবসায়ীরা বসে আলোচনার ভিত্তিতে দেশে ভোজ্যতেলের অভিন্ন দাম নির্ধারণ শুরু হয় ২০২১ সালে। এর মধ্যে গত সোমবার ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দেন। তবে সরকার জানায়, তারা নতুন এই দামে সম্মতিই দেয়নি। দুপক্ষের এমন অবস্থান নিয়ে এরপর থেকে চলছে আলোচনা।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা, যা এখতিয়ার বহির্ভূত।

দেশের বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম; লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা, খোলা ৮ টাকা এবং প্রতি লিটার পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে তা কার্যকর করা হবে বলে তারা জানিয়েছেন।