leadT1ad

দর-কষাকষি ৫ দিন, সয়াবিন তেলে ব্যবসায়ীদের ছাড় ১ টাকা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সয়াবিন তেল। সংগৃহীত ছবি

প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। খোলা এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৭ টাকা। দুই ধরন মিলে ১৩ টাকা বেড়েছে।

পাঁচ দিন দর-কষাকষির পর সরকার এই দামে সম্মত হয়েছেন বলে স্ট্রিমকে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এর আগে গত ২ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেল লিটারে ৯ এবং খোলা তেল ৫ টাকা বাড়ানোর কথা জানিয়েছিল তেল উৎপাদক সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সে হিসাবে ১৪ টাকা বেড়েছিল।

এই দাম নির্ধারণের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, দাম বৃদ্ধির ক্ষেত্রে আমাদের কোনো সম্মতি নেওয়া হয়নি। আমাদের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। এখন আমরা আলোচনা করে কর্মপন্থা ঠিক করব। তারা (ব্যবসায়ীরা) যা করেছে, তার আইনগত কোনো ভিত্তি নেই।

সরকার ও ব্যবসায়ীদের দর-কষাকষি শেষে রোববার সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, যা আগে ছিল ১৮৯ টাকা। এ ছাড়া খোলা তেল লিটারে ৭ টাকা বেড়ে বিক্রি হবে ১৭৬ টাকা, যা আগে ছিল ১৬৯ টাকা।

সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা, যা আগে বিক্রি হয়েছে ৯২২। এ হিসাবে পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ৩৩ টাকা। দাম বেড়েছে পাম তেলেরও। লিটারে ১৬ টাকা বাড়িয়ে পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা, যা আগে ছিল ১৫০ টাকা।

সংগঠনটি জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ভোজ্যতেলের নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে দেশের বাজারে নতুন এ দাম কার্যকর হবে।

Ad 300x250

সম্পর্কিত