বাংলাদেশের বাস্তবতায় দেখা যায়, আইন প্রণয়ন প্রক্রিয়াটি প্রধানত মন্ত্রণালয়নির্ভর এবং তা সংসদীয় কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। বড় ব্যবসায়ী সংগঠন ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা প্রভাব বিস্তার করলেও ক্ষুদ্র উদ্যোক্তা, সাধারণ নাগরিক, নারী বা প্রান্তিক জনগোষ্ঠীর মতামত প্রায় অনুপস্থিত থাকে।
প্রসাধনীতে শুল্ক বৃদ্ধি
ব্যবসায়ী ও নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, শুল্ক মূল্য হঠাৎ দ্বিগুণের কাছাকাছি হলে চোরাচালান, অবৈধ অনলাইন সরবরাহ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থেকে যায়। ফলে সরকার যদি স্থানীয় উৎপাদন না বাড়াতে পারে বা যৌক্তিক শুল্ক কাঠামো নিশ্চিত না করে, তাহলে বাজারে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।