leadT1ad

এবারও বিজয় দিবস প্যারেড হচ্ছে না

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৩: ০০
বিজয় দিবস প্যারেড। ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর কোনো অস্থিরতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে গতবছরের মতো এবারও বিজয় দিবস প্যারেড হবে না বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে ঘিরে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। এক্ষেত্রে বিজয় দিবস উপলক্ষে কোনো নাশকতার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায়ের পরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘আগেও যেভাবে হয়েছে এবারও একইভাবে হবে। বরং আগের থেকে আরও বেশি হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।’

জাতীয় বিজয় দিবস যেন সবাই ভালোভাবে উদযাপন করতে পারে, সেই প্রত্যাশার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Ad 300x250

সম্পর্কিত