leadT1ad

গাজায় নিজেদের বিস্ফোরণেই তিন ইসরায়েলি সেনা নিহত

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৭: ০০
প্রতীকী ছবি: গাজা উপত্যকার উত্তরে অবস্থানরত আইডিএফ ট্যাঙ্ক, ১৮ জুন ২০২৫। (ছবি: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়ায় একটি ট্যাঙ্কে বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০) এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (১৯)। আহত কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি। এরা সবাই ৪০১তম বর্মাধীন ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বিস্ফোরণটি কীভাবে ঘটেছে, তা নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল হামাসের ছোড়া রকেটচালিত গ্রেনেড ট্যাংকে আঘাত করেছে। কিন্তু কয়েক ঘণ্টা পর ইসরায়েলের সেনা সংস্থা আইডিএফ জানায়, ট্যাঙ্কের টারেটের ভেতরে ত্রুটিপূর্ণ শেলের বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।

এই তিন সেনার মৃত্যুতে গাজা অভিযানে ইসরায়েলি সেনা ও নিরাপত্তাকর্মী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫৪ জনে। এর মধ্যে রয়েছেন দুজন পুলিশ সদস্য ও তিনজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদার।

এ ঘটনার কিছুক্ষণ পর গাজার মধ্যাঞ্চল থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে দুটি রকেট ছোড়ে হামাস। ইসরায়েলের সেনাবাহিনী রকেটগুলো প্রতিহত করেছে। এতে কেউ হতাহত হয়নি।

এদিকে সোমবার (১৪ জুলাই) রাফাহ এলাকায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গুলির শব্দের মধ্যে বহু ফিলিস্তিনিকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর পরিচালিত একটি ত্রাণকেন্দ্রের আশপাশে ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আইডিএফ বলেছে, ভিডিওটির বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে এবং ওই স্থানে তাদের গুলিতে কেউ হতাহত হয়েছেন—এমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

জিএইচএফ হচ্ছে ইসরায়েলের অনুমোদিত একটি মার্কিন সংস্থা, যারা হামাসকে পাশ কাটিয়ে গাজায় ত্রাণ বিতরণে কাজ করছে। তবে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থা তাদের সমালোচনা করেছে।

সমালোচকদের দাবি, জিএইচএফ গাজার প্রকৃত প্রয়োজন মেটাতে ব্যর্থ এবং তাদের ত্রাণ বিতরণ কেন্দ্র ঘিরেই প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। গাজাবাসীদের ভাষ্য অনুযায়ী, এসব কেন্দ্রে পৌঁছানোর চেষ্টাকারী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়।

এদিকে ইসরায়েলের দাবি, হামাস ত্রাণ গ্রহণকারীদের ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে ইসরায়েল স্বীকার করেছে, জিএইচএফ-এর কেন্দ্রগুলোর আশপাশে “কয়েকজন” ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জিএইচএফ-এর কার্যক্রম শুরু হয় চলতি বছরের মে মাস থেকে। তখন ইসরায়েল গাজার ওপর তিন মাসের ত্রাণ অবরোধ শিথিল করে। একই সময় ইসরায়েলের নতুন সামরিক অভিযানে গাজা দখলের প্রক্রিয়া শুরু হয়।

Ad 300x250

সম্পর্কিত