leadT1ad

রয়টার্সের এক্সক্লুসিভ

‘সামরিক সহযোগিতা’ পেতে গোপনে ইসরায়েলে তাইওয়ানের মন্ত্রী

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৪: ২১
মাল্টি লেয়ার আকাশ প্রতিরক্ষা টি-ডোম। ছবি: সংগৃহীত

তাইওয়ানের প্রভাবশালী উপপররাষ্ট্র মন্ত্রী ফ্রাঁসোয়া উ গোপনে ইসরায়েল সফর করেছেন। ফ্রাঁসোয়ার এই সফর সম্পর্কে অবগত এমন তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রাঁসোয়া এমন সময় ইসরায়েল সফর করলেন, যখন দেশটি থেকে তাইওয়ান সামরিক সহযোগিতা পেতে চাইছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো রয়টার্সকে বলেছে, সাম্প্রতিক সপ্তাহে ফ্রাঁসোয়া ইসরায়েলে যান। দুটি সূত্র জানিয়েছে, চলতি মাসেই ফ্রাঁসোয়া এই সফরে গিয়েছিলেন।

তবে সূত্রগুলো তাঁর এই সফর সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি তিনি কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, কি নিয়ে আলোচনা হয়েছে তাও জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি তাইওয়ানের নতুন মাল্টি লেয়ার আকাশ প্রতিরক্ষা টি-ডোম নিয়ে আলোচনা হয়েছে কিনা তাও জানা যায়নি। গত অক্টোবরেই আংশিকভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আদলে তৈরি এই ব্যবস্থার উদ্বোধন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে।

ফ্রাঁসোয়ার ইসরায়েল সফর সম্পর্কে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চায় রয়টার্স। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গণতন্ত্র এবং স্বাধীনতার ব্যাপারে তাইওয়ান এবং ইসরায়েল একই মনোভাব পোষণ করে। বাণিজ্য, প্রযুক্তি এবং সংস্কৃতির মতো ক্ষেত্রগুলোতে সুবিধা বিবেচনায় দুই পক্ষই পারস্পরিক বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখবে।

চীনের চাপের কারণে খুব কম দেশের সঙ্গেই তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক আছে। কারণ চীনের দাবি, তাওয়ান দ্বীপটি কোনো দেশ নয়, তাদের একটি প্রদেশ। অধিকাংশ দেশের মতো ইসরায়েল আনুষ্ঠানিকভাবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু তাইপের সঙ্গে নেই। তাই তাইওয়ানের শীর্ষস্থানীয় কূটনীতিকের এমন বিদেশ সফর, বিশেষত ইসরায়েলের মতো দেশে বিরল ঘটনা।

যদিও তাইওয়ান মনে করে ইসরায়েল তাদের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অংশীদার। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণ এবং গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন দিয়েছে তাইওয়ান। মূলত তারপর থেকেই ইসরায়েলের সঙ্গে তাইওয়ানের যোগাযোগ বাড়তে থাকে।

উল্লেখ্য, ফ্রাঁসোয়া উ আগে প্যারিসে তাইওয়ানের কার্যত অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। তিনি আন্তর্জাতিক মঞ্চে তাওয়ানের পক্ষে প্রচারকারী সবচেয়ে পরিচিতি মুখ। গত ১৯ নভেম্বর বার্লিন নিরাপত্তা সম্মেলনে উপস্থিতি প্রকাশ্যে তার সর্বশেষ বিদেশ সফর ছিল।

Ad 300x250

সম্পর্কিত