leadT1ad

পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের জন্য অপরিহার্য: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ২৩: ৩১
আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি: সংগৃহীত

পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও মানুষের জীবনমান রক্ষা করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলের পরিবেশ দেশের বাকি ৬১টি জেলার মতো নয়। পাহাড়ের নিজস্ব পরিবেশই এখানকার মানুষের জীবিকার ভিত্তি। প্রকৃতির সঙ্গে কৃত্রিমতার সংমিশ্রণ ঘটলেই বিপত্তি ঘটে।

২০১৭ সালের ভূমিধসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইকো-ট্যুরিজম নষ্ট করার অধিকার কারও নেই। কাপ্তাই লেকের সৌন্দর্য নষ্ট হওয়ার জন্য অসচেতনতাকে দায়ী করে সুপ্রদীপ চাকমা এ বিষয়ে সংশ্লিষ্ট সবার আচরণ পরিবর্তনের আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস ও মো. মনিরুল ইসলাম।

Ad 300x250

সম্পর্কিত