leadT1ad

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৬: ৩৬
বন্যার পানির প্রবল স্রোতে গ্যাপিয়ং শহরে ঘরবাড়ি ভেসে গেছে। ছবি: এক্স থেকে নেওয়া

দক্ষিণ কোরিয়ায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১২ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ রোববার (২০ জুলাই) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সরকারি বার্তাসংস্থা ইয়োনহাপ।

ইয়োনহাপ বলছে, গত বুধবার (১৬ জুলাই) থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চল।

বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রাজধানী সিউল থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে অবস্থিত পর্যটন শহর গ্যাপিয়ংয়ে ভূমিধসে চাপা পড়ে ও বন্যায় গাড়ি ভেসে যাওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন ও নিখোঁজ রয়েছেন চারজন। নিজের বাড়ি ধসে একজন ৭০ বছর বয়সী বৃদ্ধা মারা গেছেন এবং ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ একটি সেতুর পাশে পাওয়া গেছে। গ্যাপিয়ং এলাকায় এক রাতে প্রায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বুধবার থেকে ৮০০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়া দক্ষিণাঞ্চলের সানচেয়ং কাউন্টিতে।

রোববার সকালে সানচেয়ং কাউন্টিতে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৩৩ হাজার মানুষের বসবাসরত ওই কাউন্টিতে মোট মারা গেছেন আটজন এবং নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।

পার্শ্ববর্তী হাপচেয়ন জেলায় ৬৯৯ মিলিমিটার এবং হাদং জেলায় ৬২১.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ইয়োনহাপ জানায়, এখন পর্যন্ত ১ হাজার ৯২০টি সড়ক, বাঁধ, ও সরকারি স্থাপনায় ক্ষয়ক্ষতি এবং ২ হাজার ২৩৪টি বাড়িঘর ও কৃষিজমিতে ক্ষতি চিহ্নিত করা গেছে। দেশজুড়ে ১৪টি প্রধান শহর ও প্রদেশের অন্তত ১২ হাজার ৯২১জন মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

প্রতিবছর জুলাই মাসে দক্ষিণ কোরিয়ায় মৌসুমি বৃষ্টিপাত হয় এবং দেশটি সাধারণত এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। কিন্তু এবার দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ রেকর্ড বৃষ্টিপাত ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়েই এমন চরম আবহাওয়া আরও নিয়মিত ও তীব্র হয়ে উঠছে।

উল্লেখ্য, ২০২২ সালেও দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বন্যায় অন্তত ১১ জন প্রাণ হারান।

Ad 300x250

সম্পর্কিত