স্ট্রিম ডেস্ক
গাজা উপত্যকায় আবার নতুন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ গাজায় তাদের দুই সেনা নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, নতুন করে মানবিক সহায়তা প্রবাহ বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণা বর্তমান যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
ফিলিস্তিনি পক্ষের দাবি, হামাস বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী নয়। সংগঠনটি বলছে, দক্ষিণ রাফাহ অঞ্চলে তাদের অবশিষ্ট ইউনিটগুলোর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন, তাই ওই এলাকায় ঘটে যাওয়া কোনো ঘটনার দায় তারা নিচ্ছে না।
গাজাবাসীর মধ্যে যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। গাজা নগরের বাসিন্দা পাঁচ সন্তানের জনক মাহমুদ হাশিম বলেন, ‘যুদ্ধ ফিরে আসলে এটা হবে এক দুঃস্বপ্ন।’ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি রক্ষার আহ্বান জানিয়েছেন।
এরইমধ্যে ইসরায়েল হামাসের কাছে নিহত ২৮ বন্দির মৃতদেহ ফেরত চেয়েছে এবং জানিয়েছে, মিসরের সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।
দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম বলেন, ‘ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ইসরায়েলের পুরোনো কৌশল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর রাজনৈতিক অবস্থান শক্ত করার জন্যই এসব বক্তব্য দিচ্ছেন। তিনি আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি করে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন।’
নিদা ইব্রাহিম আরও বলেন, ‘নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকা এবং দুর্নীতির মামলায় রেহাই পাওয়ায় বেশি আগ্রহী। তিনি জানেন, জীবিত ২০ জন বন্দিকে ফেরত পেয়ে হামাস এখন দুর্বল অবস্থানে আছে। তাই অনেকেই আশঙ্কা করছেন, বন্দিদের ফেরত পাওয়ার পর নেতানিয়াহু আবারও হামলা শুরু করতে পারেন।’
গাজা উপত্যকায় আবার নতুন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ গাজায় তাদের দুই সেনা নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, নতুন করে মানবিক সহায়তা প্রবাহ বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণা বর্তমান যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
ফিলিস্তিনি পক্ষের দাবি, হামাস বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী নয়। সংগঠনটি বলছে, দক্ষিণ রাফাহ অঞ্চলে তাদের অবশিষ্ট ইউনিটগুলোর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন, তাই ওই এলাকায় ঘটে যাওয়া কোনো ঘটনার দায় তারা নিচ্ছে না।
গাজাবাসীর মধ্যে যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। গাজা নগরের বাসিন্দা পাঁচ সন্তানের জনক মাহমুদ হাশিম বলেন, ‘যুদ্ধ ফিরে আসলে এটা হবে এক দুঃস্বপ্ন।’ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি রক্ষার আহ্বান জানিয়েছেন।
এরইমধ্যে ইসরায়েল হামাসের কাছে নিহত ২৮ বন্দির মৃতদেহ ফেরত চেয়েছে এবং জানিয়েছে, মিসরের সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।
দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম বলেন, ‘ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ইসরায়েলের পুরোনো কৌশল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর রাজনৈতিক অবস্থান শক্ত করার জন্যই এসব বক্তব্য দিচ্ছেন। তিনি আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি করে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন।’
নিদা ইব্রাহিম আরও বলেন, ‘নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকা এবং দুর্নীতির মামলায় রেহাই পাওয়ায় বেশি আগ্রহী। তিনি জানেন, জীবিত ২০ জন বন্দিকে ফেরত পেয়ে হামাস এখন দুর্বল অবস্থানে আছে। তাই অনেকেই আশঙ্কা করছেন, বন্দিদের ফেরত পাওয়ার পর নেতানিয়াহু আবারও হামলা শুরু করতে পারেন।’
দশকের পর দশক ধরে চলা প্রতিদিনের সহিংসতা ও দমননীতি এখনও বন্ধ হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে দখলদার শক্তির নৃশংসতা আরও বেড়েছে। আজ পশ্চিম তীরে জীবন প্রায় অচল হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত লুভর জাদুঘর ‘বিশেষ কারণে’ বন্ধ করে দেওয়া হয়েছে। একদল দুর্বৃত্ত মাত্র চার মিনিটে সেখানে প্রবেশ করে আটটি অমূল্য গয়না চুরি করেছে। ঘটনাটি জাদুঘরজগতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগেবিশ্বের ব্যস্ততম কার্গো বিমানবন্দর হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো প্লেন) রানওয়ে থেকে ছিটকে সাগরে গিয়ে পড়েেছে। এসময় বিমানবন্দরের দুজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটেছে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশে নিঃশব্দে পুনর্নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য। তুরস্কের সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি এখন প্রায় শেষ পর্যায়ে। এই চুক্তির আওতায় ঢাকা পেতে যাচ্ছে তুরস্কের তৈরি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এসআইপিইআর)। পাশাপাশি সম্ভাবনা রয়েছে যৌথভাবে তুর্কি যুদ্ধ ড্রোন তৈরিরও।
১৯ ঘণ্টা আগে