স্ট্রিম ডেস্ক

গাজা উপত্যকায় আবার নতুন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ গাজায় তাদের দুই সেনা নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, নতুন করে মানবিক সহায়তা প্রবাহ বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণা বর্তমান যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
ফিলিস্তিনি পক্ষের দাবি, হামাস বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী নয়। সংগঠনটি বলছে, দক্ষিণ রাফাহ অঞ্চলে তাদের অবশিষ্ট ইউনিটগুলোর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন, তাই ওই এলাকায় ঘটে যাওয়া কোনো ঘটনার দায় তারা নিচ্ছে না।
গাজাবাসীর মধ্যে যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। গাজা নগরের বাসিন্দা পাঁচ সন্তানের জনক মাহমুদ হাশিম বলেন, ‘যুদ্ধ ফিরে আসলে এটা হবে এক দুঃস্বপ্ন।’ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি রক্ষার আহ্বান জানিয়েছেন।
এরইমধ্যে ইসরায়েল হামাসের কাছে নিহত ২৮ বন্দির মৃতদেহ ফেরত চেয়েছে এবং জানিয়েছে, মিসরের সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।
দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম বলেন, ‘ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ইসরায়েলের পুরোনো কৌশল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর রাজনৈতিক অবস্থান শক্ত করার জন্যই এসব বক্তব্য দিচ্ছেন। তিনি আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি করে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন।’
নিদা ইব্রাহিম আরও বলেন, ‘নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকা এবং দুর্নীতির মামলায় রেহাই পাওয়ায় বেশি আগ্রহী। তিনি জানেন, জীবিত ২০ জন বন্দিকে ফেরত পেয়ে হামাস এখন দুর্বল অবস্থানে আছে। তাই অনেকেই আশঙ্কা করছেন, বন্দিদের ফেরত পাওয়ার পর নেতানিয়াহু আবারও হামলা শুরু করতে পারেন।’

গাজা উপত্যকায় আবার নতুন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ গাজায় তাদের দুই সেনা নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, নতুন করে মানবিক সহায়তা প্রবাহ বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণা বর্তমান যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
ফিলিস্তিনি পক্ষের দাবি, হামাস বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী নয়। সংগঠনটি বলছে, দক্ষিণ রাফাহ অঞ্চলে তাদের অবশিষ্ট ইউনিটগুলোর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন, তাই ওই এলাকায় ঘটে যাওয়া কোনো ঘটনার দায় তারা নিচ্ছে না।
গাজাবাসীর মধ্যে যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। গাজা নগরের বাসিন্দা পাঁচ সন্তানের জনক মাহমুদ হাশিম বলেন, ‘যুদ্ধ ফিরে আসলে এটা হবে এক দুঃস্বপ্ন।’ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি রক্ষার আহ্বান জানিয়েছেন।
এরইমধ্যে ইসরায়েল হামাসের কাছে নিহত ২৮ বন্দির মৃতদেহ ফেরত চেয়েছে এবং জানিয়েছে, মিসরের সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।
দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম বলেন, ‘ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ইসরায়েলের পুরোনো কৌশল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর রাজনৈতিক অবস্থান শক্ত করার জন্যই এসব বক্তব্য দিচ্ছেন। তিনি আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি করে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন।’
নিদা ইব্রাহিম আরও বলেন, ‘নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকা এবং দুর্নীতির মামলায় রেহাই পাওয়ায় বেশি আগ্রহী। তিনি জানেন, জীবিত ২০ জন বন্দিকে ফেরত পেয়ে হামাস এখন দুর্বল অবস্থানে আছে। তাই অনেকেই আশঙ্কা করছেন, বন্দিদের ফেরত পাওয়ার পর নেতানিয়াহু আবারও হামলা শুরু করতে পারেন।’

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৭ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৯ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১২ ঘণ্টা আগে