স্ট্রিম ডেস্ক
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত সমাধান করা নিজের জন্য ‘একটি সহজ কাজ’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক দ্বিপাক্ষিক মধ্যাহ্নভোজের সময় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি যতদূর জানি, পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করেছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘাত চলছে। এই সমস্যার সমাধান করা আমার জন্য সহজ কাজ।’
নিজেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘আমি মানুষ হত্যা ঠেকানো পছন্দ করি। আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি। আমার মনে হয়, এই সংঘাতের ক্ষেত্রেও আমরা সফল হব।’
ট্রাম্প আরও বলেন, ‘আপনারা জানেন, আমরা আরও আটটি সমস্যার সমাধান করেছি। আমি যখনই একটি সমস্যার সমাধান করি, তারা বলে, “পরেরটা সমাধান করতে পারলে আপনি নোবেল পুরস্কার পাবেন।” কিন্তু আমি কখনোই পাই না।’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী তেহেরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এই হামলার ফলে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে চলমান আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে আফগানিস্তান উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক ঘাঁটিতে বোমা ও বন্দুক হামলা চালায়। এর পরই পাকিস্তান এই বিমান হামলা চালায়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে উভয় পক্ষে কয়েক ডজন মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত সমাধান করা নিজের জন্য ‘একটি সহজ কাজ’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক দ্বিপাক্ষিক মধ্যাহ্নভোজের সময় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি যতদূর জানি, পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করেছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘাত চলছে। এই সমস্যার সমাধান করা আমার জন্য সহজ কাজ।’
নিজেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘আমি মানুষ হত্যা ঠেকানো পছন্দ করি। আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি। আমার মনে হয়, এই সংঘাতের ক্ষেত্রেও আমরা সফল হব।’
ট্রাম্প আরও বলেন, ‘আপনারা জানেন, আমরা আরও আটটি সমস্যার সমাধান করেছি। আমি যখনই একটি সমস্যার সমাধান করি, তারা বলে, “পরেরটা সমাধান করতে পারলে আপনি নোবেল পুরস্কার পাবেন।” কিন্তু আমি কখনোই পাই না।’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী তেহেরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এই হামলার ফলে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে চলমান আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে আফগানিস্তান উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক ঘাঁটিতে বোমা ও বন্দুক হামলা চালায়। এর পরই পাকিস্তান এই বিমান হামলা চালায়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে উভয় পক্ষে কয়েক ডজন মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনজন ক্রিকেটারসহ অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে পাকিস্তান এই হামলা চালিয়েছে
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার মূল অর্থনৈতিক উৎস—জ্বালানি আয়ের ওপর চাপ সৃষ্টি করা।
১ দিন আগেপেরুতে একদিন আগে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া হোসে জেরির বিরুদ্ধেও জেন-জি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ চলাকালে এখন পর্যন্ত একজন নিহত ও কয়েক ডজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী লিমায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
২ দিন আগেইসরায়েল গাজা থেকে ট্যাংক সরিয়ে নিয়েছে, যুদ্ধবিমানও অনেকটা নীরব। কিন্তু এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লক্ষাধিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়েছে।
২ দিন আগে