leadT1ad

আন্তর্জাতিক গণমাধ্যমে শাহজালাল বিমানবন্দরে আগুনের খবর

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২৩: ১৬
আন্তর্জাতিক গণমাধ্যমে শাহজালাল বিমানবন্দরে আগুনের খবর। স্ট্রিম কোলাজ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বিশ্বের বিভিন্ন গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রচার করছে।

বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ঢাকার প্রধান বিমানবন্দরে কার্গো টার্মিনালে বড় ধরনের আগুন লাগার পর ফ্লাইট অন্য দিকে সরিয়ে দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায়, এই অগ্নিকাণ্ডের কারণে ঢাকার বাইরের সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, কার্গো গুদামে আগুন লাগার পর ঢাকার প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তারা আরও জানায়, আগুনের কারণে বেশ কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম এবং সিলেটের বিমানবন্দরে অবতরণ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পত্রিকাটি আরও জানায়, রাজধানী ঢাকার এই বিমানবন্দরের কার্গো টার্মিনালে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার পর ফ্লাইট কার্যক্রম স্থগিত করা হয়েছে। তারা আরও জানায়, অগ্নিকাণ্ডের কারণে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়, বিশেষ করে কার্গো সেকশনে যেখানে মূলত আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা আরও উল্লেখ করে, বিমানবন্দরের মূল যাত্রী টার্মিনালটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত না হলেও ঘন কালো ধোঁয়া পুরো রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে বাধা সৃষ্টি করে।

তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, বাংলাদেশের রাজধানীর প্রধান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগে শনিবার একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে এবং আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী এবং দুই প্লাটুন বর্ডার গার্ডও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস তাদের এক প্রতিবেদনে বলেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো অংশে আগুন লাগার ঘটনার পর সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতের এনডিটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে সমস্ত ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এই অগ্নিকাণ্ডটি চলতি সপ্তাহে বাংলাদেশে তৃতীয় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উল্লেখ করেছে।

Ad 300x250

সম্পর্কিত