.png)

স্ট্রিম ডেস্ক

রাশিয়ার দুটি বড় তেল কোম্পানিকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ঘোষণা দিয়েছে—এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কোনো দেশ তেল কিনলে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে ইউরোপে একমাত্র হাঙ্গেরি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
শুক্রবার (স্থানীয় সময়) হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্প বলেন, ‘রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ থেকে তেল বা গ্যাস কেনা হাঙ্গেরির পক্ষে খুব কঠিন। তাই বিধিনিষেধের ক্ষেত্রে ওদের ছাড় দেওয়া হবে।’ তবে হোয়াইট হাউজ শনিবার স্পষ্ট করে জানায়, ছাড়টি এক বছরের জন্য কার্যকর থাকবে।
প্রায় চার বছর ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। ওয়াশিংটনের দাবি, রাশিয়া তেলের ব্যবসা থেকে পাওয়া অর্থ দিয়েই যুদ্ধ পরিচালনা করছে। তাই রুশ তেলের রপ্তানি বন্ধ করে চাপ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। একই কারণে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপর মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
হাঙ্গেরির ছাড়কে তাই ইউরোপে ব্যতিক্রম হিসেবেই দেখা হচ্ছে। দেশটি ইউরোপের মাঝখানে স্থলবেষ্টিত—চারদিকেই অন্য দেশ, নেই কোনো সমুদ্রপথ। প্রতিবেশী অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে ঘেরা এই দেশের জন্য রাশিয়ার তেলই প্রধান জ্বালানি উৎস।
সম্প্রতি হোয়াইট হাউসে বৈঠক করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও প্রেসিডেন্ট ট্রাম্প। অরবানের যুক্তি ছিল, ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে রাশিয়া ছাড়া বিকল্প উৎস পাওয়া সম্ভব নয়। আগামী বছর সে দেশে নির্বাচন সামনে রেখে সস্তা তেলের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর ভাষায়, ‘পুতিনকে বোঝেন অরবান, ওঁকে খুব ভালো করে চেনেন। তিনিও মনে করছেন, যুদ্ধ শিগগিরই শেষ হবে।’
রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হাঙ্গেরি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটি রাশিয়া থেকে ৭৪ শতাংশ গ্যাস ও ৮৬ শতাংশ তেল আমদানি করেছে। ইউরোপীয় ইউনিয়ন যদি রুশ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তবে হাঙ্গেরির জিডিপির ৪ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আইএমএফ।
অরবানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতা না হলে জ্বালানির দাম বেড়ে অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে ‘অসহনীয় চাপ’ পড়ত।
সূত্র: আল-জাজিরা

রাশিয়ার দুটি বড় তেল কোম্পানিকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ঘোষণা দিয়েছে—এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কোনো দেশ তেল কিনলে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে ইউরোপে একমাত্র হাঙ্গেরি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
শুক্রবার (স্থানীয় সময়) হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্প বলেন, ‘রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ থেকে তেল বা গ্যাস কেনা হাঙ্গেরির পক্ষে খুব কঠিন। তাই বিধিনিষেধের ক্ষেত্রে ওদের ছাড় দেওয়া হবে।’ তবে হোয়াইট হাউজ শনিবার স্পষ্ট করে জানায়, ছাড়টি এক বছরের জন্য কার্যকর থাকবে।
প্রায় চার বছর ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। ওয়াশিংটনের দাবি, রাশিয়া তেলের ব্যবসা থেকে পাওয়া অর্থ দিয়েই যুদ্ধ পরিচালনা করছে। তাই রুশ তেলের রপ্তানি বন্ধ করে চাপ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। একই কারণে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপর মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
হাঙ্গেরির ছাড়কে তাই ইউরোপে ব্যতিক্রম হিসেবেই দেখা হচ্ছে। দেশটি ইউরোপের মাঝখানে স্থলবেষ্টিত—চারদিকেই অন্য দেশ, নেই কোনো সমুদ্রপথ। প্রতিবেশী অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে ঘেরা এই দেশের জন্য রাশিয়ার তেলই প্রধান জ্বালানি উৎস।
সম্প্রতি হোয়াইট হাউসে বৈঠক করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও প্রেসিডেন্ট ট্রাম্প। অরবানের যুক্তি ছিল, ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে রাশিয়া ছাড়া বিকল্প উৎস পাওয়া সম্ভব নয়। আগামী বছর সে দেশে নির্বাচন সামনে রেখে সস্তা তেলের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর ভাষায়, ‘পুতিনকে বোঝেন অরবান, ওঁকে খুব ভালো করে চেনেন। তিনিও মনে করছেন, যুদ্ধ শিগগিরই শেষ হবে।’
রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হাঙ্গেরি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটি রাশিয়া থেকে ৭৪ শতাংশ গ্যাস ও ৮৬ শতাংশ তেল আমদানি করেছে। ইউরোপীয় ইউনিয়ন যদি রুশ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তবে হাঙ্গেরির জিডিপির ৪ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আইএমএফ।
অরবানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতা না হলে জ্বালানির দাম বেড়ে অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে ‘অসহনীয় চাপ’ পড়ত।
সূত্র: আল-জাজিরা
.png)

যুদ্ধবিরতি চলার মধ্যেই গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৬৯ জনে পৌঁছেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থার (শাটডাউন) কারণে আকাশপথে বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) দেশটির বিভিন্ন বিমানবন্দরে ১ হাজার ৪০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানায়, এদিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরও কয়েকজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
১ দিন আগে
ব্রিটেন থেকে ৮ ঘণ্টার ফ্লাইট শেষে বুধবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান হামজা ইউসুফ। তিনি পশ্চিমা বিশ্বের প্রথম মুসলিম রাষ্ট্রনেতা। ওয়াশিংটনে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের তিনি শুভেচ্ছা জানান, ‘জোহরান মুবারাক’ বলে।
২ দিন আগে