leadT1ad

গণভোটের কোনো অপশন নেই বর্তমান সংবিধানে: আমির খসরু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৮: ৩৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আশরাফুল আলম

মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের অপেক্ষায় দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত হয়ে আছে, যা অর্থনীতি থেকে শুরু করে পারিবারিক জীবনেও স্থবিরতা তৈরি করেছে।

আজ রোববার (৯ নভেম্বর) রাজধানীর ক্র্যাব মিলনায়তনে ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, ‘মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত। কেন স্থগিত? বলে, আমরা নির্বাচনের পরে করব। এটা বিনিয়োগ হোক, ব্যবসা-বাণিজ্য হোক, মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত—আমি জানি। সবকিছু স্থগিত ও স্থবির।’

নির্বাচন নিয়ে মানুষের তীব্র আকাঙ্ক্ষা থাকলেও একটি পক্ষ তা বিলম্বিত করতে মাঠে নেমেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘পক্ষটি মূলত গণতন্ত্রের বিরুদ্ধে। যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? এটা বিশ্বাস করা যায়?’

গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে আমীর খসরু বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে, সেই সংবিধানে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। সংবিধানের ‘স্পিরিটের’ পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করেছে। এখন গণভোট নির্বাচনের আগে কেন, নির্বাচনের দিনও করা এই সংবিধান গ্রহণ করবে না।’

তবে নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্তে বিএনপি একমত হয়ে উদারতার পরিচয় দিয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে একটি সহনশীল পরিস্থিতি বজায় রাখা, পরস্পরের মধ্যে সম্মানবোধ এবং বিশৃঙ্খলা এড়ানোর জন্যই বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে।’

আমীর খসরু আরও জানান, আগামী দিনে বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে বিএনপির বেশ কয়েকটি দল কাজ করছে, যাতে ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই সিদ্ধান্ত গ্রহণ করা যায়।

দ্য ফিন্যান্স টুডের নির্বাহী সম্পাদক শাহীন আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক প্রমুখ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত