leadT1ad

এক বিজ্ঞাপনের জেরে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

এক টেলিভিশন বিজ্ঞাপনের জেরে কানাডার সঙ্গে ‘সব ধরনের বাণিজ্য আলোচনা’ বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কানাডা সরকারের ওই বিজ্ঞাপনকে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরুদ্ধে ‘ভয়াবহ আচরণ’ এবং যুক্তরাষ্ট্রের আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারিত বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের এই ঘোষণা দেন ট্রাম্প। খবর সিএনএনের।

এর আগে কানাডার ওপর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এই হুমকির পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলিতে তাঁর দেশের রপ্তানি দ্বিগুণ করার পরিকল্পনার কথা জানান। এরপরই ট্রাম্প ট্রুথ সোশ্যালে বাণিজ্য আলোচনা বাতিলের এই পোস্ট দেন।

এদিকে, কানাডা সরকারের তৈরি ওই বিজ্ঞাপনটি ১৯৮৭ সালে দেওয়া মার্কিন সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ভাষণ থেকে করা। ট্রাম্পের অভিযোগ, রিগ্যানের আসল ভাষণ বিকৃত করেছে কানাডা এবং অনুমতি ছাড়াই তা বিজ্ঞাপনে ব্যবহার করেছে।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে কানাডা প্রতারণামূলকভাবে একটি বিজ্ঞাপন ব্যবহার করেছে, যা ভুয়া, যেখানে রোনাল্ড রিগ্যানকে শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলতে দেখা যাচ্ছে।

ট্রাম্প লেখেন, ‘শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতের সিদ্ধান্তে হস্তক্ষেপের জন্য তারা এটি করেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য শুল্ক খুবই গুরুত্বপূর্ণ। তাদের এই ভয়াবহ আচরণের পরিপ্রেক্ষিতে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল ঘোষণা করা হলো।’

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Ad 300x250

সম্পর্কিত