leadT1ad

গাজা যুদ্ধবিরতি নিয়ে মিশর-কাতার-তুরস্ক-যুক্তরাষ্ট্রের সম্মিলিত বিবৃতি

প্রথমবার ইসরায়েল-ফিলিস্তিনের সমানাধিকার স্বীকার করল যুক্তরাষ্ট্র

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা
সোমবার মিশরে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে এক যৌথ বিবৃতিতে এই স্বীকৃতি দেওয়া হয়। ছবি: সংগৃহীত।

মিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের নেতারা গাজা যুদ্ধবিরতি চুক্তির পক্ষে একটি সম্মিলিত বিবৃতি প্রকাশ করেছেন। এতে তারা ‘দীর্ঘস্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। বিবৃতিটি মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনের পর সোমবার (১৩ অক্টোবর) প্রকাশ করা হয়েছে।

এই ঘোষণার অর্থ হচ্ছে, ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি ও ইসরায়েলিরা সমান অধিকার পাওয়ার যোগ্য বলে মনে করে। এর আগে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রশাসনগুলো সাধারণত সংঘাতের জন্য ফিলিস্তিনিদেরই দোষারোপ করত। কিন্তু এবার সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে।

বিবৃতিতে গাজার সংঘাতকে বৃহত্তর ফিলিস্তিন প্রশ্নের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ট্রাম্প প্রশাসন এর আগে গাজার বাসিন্দাদের ‘ফিলিস্তিনি’ বলতেও বিরত ছিল।

তবে এই ঘোষণায় ফিলিস্তিনিদের রাষ্ট্রগঠন ও আত্মনিয়ন্ত্রণের অধিকার স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। উল্লেখযোগ্যভাবে, ফিলিস্তিন ও ইসরায়েল এই ঘোষণার অংশীদার নয়, যদিও বিবৃতির মূল বিষয় তাদের নিয়েই।

‘স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য ট্রাম্প ঘোষণা’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা স্বাক্ষরকারীরা ট্রাম্প শান্তি চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের ঐতিহাসিক অঙ্গীকার ও তার বাস্তবায়নকে গর্বের সঙ্গে স্বাগত জানাই। এই চুক্তি দুই বছরেরও বেশি সময়ের গভীর কষ্ট ও ক্ষতির অবসান ঘটিয়েছে। এটি আশা, নিরাপত্তা এবং শান্তি ও সমৃদ্ধির যৌথ দৃষ্টিভঙ্গিতে সংজ্ঞায়িত এক নতুন অধ্যায় খুলে দিয়েছে।’

‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টাকে সমর্থন করি এবং তাঁর পাশে আছি—যাতে গাজায় যুদ্ধের অবসান ঘটে ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা একসঙ্গে এই চুক্তি বাস্তবায়ন করব, যাতে করে অঞ্চলটির সব মানুষের, ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয়ের জন্য শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নতির সুযোগ নিশ্চিত হয়।‘

‘আমরা বিশ্বাস করি, স্থায়ী শান্তি তখনই সম্ভব, যখন ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয় জাতি মৌলিক মানবাধিকার, নিরাপত্তা ও মর্যাদা লাভ করবে।’

‘আমরা ঘোষণা করছি যে টেকসই অগ্রগতি আসে সহযোগিতা ও ধারাবাহিক সংলাপের মাধ্যমে। দেশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদার করা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে অপরিহার্য।’

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে গ্যারান্টার হিসেবে স্বাক্ষর করার পর ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।
গাজা যুদ্ধবিরতি চুক্তিতে গ্যারান্টার হিসেবে স্বাক্ষর করার পর ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

‘আমরা স্বীকার করি, এই অঞ্চলের ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব গভীর। খ্রিস্টান, ইসলাম ও ইহুদি—এই তিন ধর্মের শিকড় এই ভূমির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই পবিত্র ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও ধর্মীয় স্থাপনাগুলোর সুরক্ষা শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দুতে থাকবে।’

‘আমরা প্রতিজ্ঞা করছি, চরমপন্থা ও উগ্রবাদের সব রূপ নির্মূল করব। কোনো সমাজ তখনই টিকে থাকতে পারে, যখন সহিংসতা ও বর্ণবাদকে অস্বাভাবিক বলে গণ্য করা হয় এবং উগ্র মতবাদ সমাজজীবনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আমরা চরমপন্থার মূল কারণ দূর করতে ও শিক্ষা, সুযোগ এবং পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধির মাধ্যমে স্থায়ী শান্তির ভিত্তি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘আমরা অঙ্গীকার করছি, ভবিষ্যৎ বিরোধ বা সংকট বলপ্রয়োগ বা দীর্ঘ সংঘাত নয়, বরং কূটনৈতিক আলোচনা ও আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আমরা স্বীকার করি, মধ্যপ্রাচ্য আর দীর্ঘমেয়াদি যুদ্ধ, ব্যর্থ আলোচনার চক্র, বা অসম চুক্তি বাস্তবায়নের ভার বহন করতে পারবে না। গত দুই বছরের মানবিক বিপর্যয় আমাদের স্মরণ করিয়ে দেয়—ভবিষ্যৎ প্রজন্ম অতীতের ব্যর্থতার চেয়ে ভালো পৃথিবী পাওয়ার যোগ্য।’

‘আমরা এমন একটি অঞ্চল চাই, যেখানে সহনশীলতা, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত হবে। এখানে সবাই শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির মধ্য দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে—জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে।’

‘আমরা পারস্পরিক শ্রদ্ধা ও ভাগাভাগি ভবিষ্যতের নীতির ওপর ভিত্তি করে এক সর্বাঙ্গীণ শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির দৃষ্টিভঙ্গি অনুসরণ করছি।’

‘এই মানসিকতা থেকে আমরা গাজা উপত্যকায় অর্জিত স্থায়ী শান্তির অগ্রগতিকে স্বাগত জানাই। ইসরায়েল ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক উপকারভিত্তিক সম্পর্ককেও আমরা প্রশংসা করি। আমরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছি, যাতে এই সাফল্য টিকে থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম শান্তির পরিবেশে বিকশিত হতে পারে।’

‘আমরা এক অবিচল শান্তির ভবিষ্যতের প্রতি নিজেদের সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ করছি।’

সূত্র: আল-জাজিরা

Ad 300x250

সম্পর্কিত