leadT1ad

বিক্ষোভের মুখে কি পালিয়ে ফ্রান্সে আশ্রয় নিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ফেসবুক লাইভে নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা জানান মাদাগাস্কারের প্রেসিডেন্ট। ছবি: সংগৃহীত

দেশব্যাপী ছড়িয়ে পড়া জেন-বিক্ষোভ থেকে প্রাণে বাঁচতে ‘নিরাপদ স্থানে’ পালিয়ে গেছেন আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তিনি ঠিক কোথায় আশ্রয় নিয়েছেন তা এখনো পরিষ্কার না। তবে গুঞ্জন আছে তাঁকে ফ্রান্স নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। যদিও ফ্রান্স কর্তৃপক্ষ এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের শেষের দিকে মাদাগাস্কারে জেন-জি বিক্ষোভ শুরু হয়। গতকাল সোমবার (১৪ অক্টোবর) সাধারণ বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও যোগ দেয়। সরকারবিরোধী এই তীব্র বিরোধের মুখেই পালিয়ে যেতে বাধ্য হন রাজোয়েলিনা।

সোমবার রাজোয়েলিনা ফেসবুক লাইভে দেওয়া এক বক্তব্যে জানান, তিনি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এর আগে রোববার গুঞ্জন ছড়িয়ে পড়ে যে তিনি দেশ থেকে পালিয়েছেন।

এদিকে, রেজোয়েলিনার কার্যালয় জানিয়েছে, সোমবার বিকেলে রেজোয়েলিনার টেলিভিশনে ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিলে তার বক্তব্য বিলম্বিত হয়।

অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো মাদাগাস্কারের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আফ্রিকার এই দেশটি আগে ফ্রান্সের উপনিবেশ ছিল।

জাতিসংঘ বলেছে, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন।

সোমবার মাঁখো মিসরের সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে তাঁকে রাজোয়েলিনাকে ফ্রান্স সরিয়ে নিয়েছে কিনা প্রশ্ন করলে তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, আজকে আমি কিছু নিশ্চিত করব না। আমি শুধু আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি।

এদিকে, মাদাগাস্কারের সামরিক একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, রোববার ফ্রান্সের একটি সামরিক বিমানে রেজোয়েলিনা দেশত্যাগ করেন। এর আগে তিনি হেলিকপ্টারে সেন্ট ম্যারি বিমানবন্দরে যান।

শনিবার সেনাবাহিনীর কয়েকটি ইউনিট রেজোয়েলিনার ওপর থেকে সমর্থন তুলে নিলে প্রেসিডেন্টের দেশত্যাগের এই খবর আসে। রেজোয়েলিনা একে ‘অবৈধভাবে ও শক্তি প্রয়োগ’ করে ক্ষমতা দখলের প্রচেষ্টা হিসেবে নিন্দা জানিয়েছেন।

রেজোয়েলিনার এই মন্তব্যের পরে দেশটির আর্মিদের এলিট ক্যাপসাট ইউনিট জানিয়েছে, তারা দেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছেন। ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে এই ক্যাপসাটই রেজোয়েলিনাকে ক্ষমতায় এনেছিল। এর আগে, এই বাহিনী বিক্ষোভকারীদের ওপর ‘গুলির নির্দেশ মানতে’ অস্বীকৃতি জানিয়েছিল।

উল্লেখ্য, জেন-জি বিক্ষোভের বৈশ্বিক ট্রেন্ডের সর্বশেষ ঘটনা বলা যায় মাদাগাস্কারে এই বিক্ষোভ। এর আগে সবশেষ সেপ্টেম্বরের শুরুর দিকে নেপালে জেন-জি বিক্ষোভের জেরে দেশটির প্রেসিডেন্ট কে পি শর্মা ওলিও পদত্যাগ করতে বাধ্য হন।

Ad 300x250

সম্পর্কিত