leadT1ad

বিরোধী নেত্রীকে নোবেল দেওয়ায় নরওয়েস্থ দূতাবাস বন্ধ করছে ভেনেজুয়েলা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৩: ৩৪
নোবেল শান্তি পুরস্কারে ভূষিত ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবার নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। আর এর প্রতিক্রিয়ায় নরওয়েতে থাকা নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। এছাড়া অস্ট্রেলিয়াস্থ দূতাবাসও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এদিকে, নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সোমবার ভেনেজুয়েলা কেন তাদের দূতাবাস বন্ধ করছে তার কারণ দেশটি জানায়নি।

ওই মুখপাত্র বলেন, এটা দুঃখজনক। বিভিন্ন ইস্যুতে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় নরওয়ে এবং দেশটির সঙ্গে কাজ চালিয়ে যেতে চায়।

এছাড়া, মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে স্বাধীন সত্তা হিসেবে নোবেল কমিটি নিজেরাই কাকে নোবেল দেবে তার সিদ্ধান্ত নেয়। সেখানে নরওয়ে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না।

এদিকে, গত শুক্রবার কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ল্যাটিন আমেরিকায় সাম্প্রতিক সময়ে ‘গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে নাগরিক হিসেবে সাহসী অবস্থান’-এর অবদান হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয় বলে নোবেল কমিটি জানিয়েছে। আর কোরিনা মাচাদো তাঁর নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার দুর্দশাগ্রস্ত মানুষকে উৎসর্গ করেছেন।

কোরিনা মাচাদো ২০২৪ সালের পর থেকে আত্মগোপনে আছেন। ভেনেজুয়েলার সর্বশেষ নির্বাচনে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। ব্যাপক বিতর্কিত ওই নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নির্বাচিত হন।

একদিকে দুই দেশে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। অন্যদিকে বুরকিনা ফাসো এবং জিম্বাবুয়েতে দুটি নতুন দূতাবাস খোলার পরিকল্পনাও করেছে দেশটি। দেশ দুটিকে ‘ঔপনিবেশিকতা বিরোধী লড়াইয়ে এবং আধিপত্যবাদী চাপের বিরুদ্ধে প্রতিরোধে কৌশলগত মিত্র’ হিসেবে বর্ণনা করেছে ভেনেজুয়েলা।

যদিও ভেনেজুয়েলায় নরওয়ে বা অস্ট্রেলিয়ার কোনো দূতাবাস নেই। কলম্বিয়ায় থাকা দূতাবাসের মাধ্যমে দেশ দুটি ভেনেজুয়েলায় কার্যক্রম চালায়। এছাড়া, দেশ দুটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ট্রের ডে আরগুয়ার মতো ল্যাটিন আমেরিকার মাদক চক্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। এর অংশ হিসেবে হোয়াইট হাউসের নির্দেশে সেপ্টেম্বরের পর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে মাদক পাচারকারী নৌযান লক্ষ্য করে চার বার হামলা চালিয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে। এই ব্যাপারে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত