.png)

স্ট্রিম প্রতিবেদক

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান থেকে দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এ বাবদ ব্যয় হবে ১ হাজার ৮৫ কোটি ৬১ লাখ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৫তম সভায় এ সংক্রান্ত প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন আহ্বানের মাধ্যমে স্পট মার্কেট থেকে একটি কার্গো এলএনজি কেনা হবে সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে। এতে ব্যয় হবে ৪৯৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১১ দশমিক ৮৫ ডলার।
একইভাবে আরেকটি কার্গো এলএনজি ক্রয় করা হবে সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে। এতে ব্যয় হবে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ দশমিক ৯৭ ডলার।
এছাড়া ‘অয়েল অ্যান্ড গ্যাস ভ্যালু চেইনের কার্বন হ্রাসে কারিগরি সহায়তা’ শীর্ষক প্রকল্পের জন্য নরওয়ের কার্বন লিমিটস এএস থেকে পরামর্শক সেবা নেওয়ার অনুমোদন দিয়েছে কমিটি। এর ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৫২ লাখ ৭৩ হাজার টাকা।
অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩০ হাজার টন টিএসপি সার কেনা হবে। ব্যয় হবে ২১২ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকা। প্রতি টনের দাম ৫৭৯ ডলার।
একই মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী কানাডার কমার্শিয়াল করপোরেশন থেকে ৪০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) আমদানি করা হবে। এতে খরচ হবে প্রায় ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা। প্রতি টনের দাম ৩৬১ ডলার।
আরেক প্রস্তাবে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮১ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকা। প্রতি টনের দাম ৭৭৮ ডলার।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এর ব্যয় হবে ১৬৬ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৪৫২ দশমিক ৬২ ডলার।
একই মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য চীনের গুয়ানজি পেনগুই ইকো-টেকনোলজি থেকে ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানি করা হবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে। এ বাবদ ব্যয় হবে ১০২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৭৯৩ দশমিক ৮০ ডলার।

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান থেকে দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এ বাবদ ব্যয় হবে ১ হাজার ৮৫ কোটি ৬১ লাখ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৫তম সভায় এ সংক্রান্ত প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন আহ্বানের মাধ্যমে স্পট মার্কেট থেকে একটি কার্গো এলএনজি কেনা হবে সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে। এতে ব্যয় হবে ৪৯৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১১ দশমিক ৮৫ ডলার।
একইভাবে আরেকটি কার্গো এলএনজি ক্রয় করা হবে সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে। এতে ব্যয় হবে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ দশমিক ৯৭ ডলার।
এছাড়া ‘অয়েল অ্যান্ড গ্যাস ভ্যালু চেইনের কার্বন হ্রাসে কারিগরি সহায়তা’ শীর্ষক প্রকল্পের জন্য নরওয়ের কার্বন লিমিটস এএস থেকে পরামর্শক সেবা নেওয়ার অনুমোদন দিয়েছে কমিটি। এর ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৫২ লাখ ৭৩ হাজার টাকা।
অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩০ হাজার টন টিএসপি সার কেনা হবে। ব্যয় হবে ২১২ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকা। প্রতি টনের দাম ৫৭৯ ডলার।
একই মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী কানাডার কমার্শিয়াল করপোরেশন থেকে ৪০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) আমদানি করা হবে। এতে খরচ হবে প্রায় ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা। প্রতি টনের দাম ৩৬১ ডলার।
আরেক প্রস্তাবে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮১ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকা। প্রতি টনের দাম ৭৭৮ ডলার।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এর ব্যয় হবে ১৬৬ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৪৫২ দশমিক ৬২ ডলার।
একই মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য চীনের গুয়ানজি পেনগুই ইকো-টেকনোলজি থেকে ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানি করা হবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে। এ বাবদ ব্যয় হবে ১০২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৭৯৩ দশমিক ৮০ ডলার।
.png)

এক্সিম ব্যাংকের সাড়ে আটশো কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনকে (৬৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
১০ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে লুটপাটের শিকার পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নড়বড়ে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করে একীভূত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
১ দিন আগে
দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমেনি। খাদ্যপণ্যের দাম সামান্য হ্রাস পেলেও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বাড়তে থাকায় দ্রব্যমূল্যের চাপ এখনো রয়ে গেছে।
১ দিন আগে
চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
৪ দিন আগে