leadT1ad

বিদেশি বিনিয়োগের মুনাফা নিজ দেশে পাঠানো সহজ করার সুপারিশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ২২: ০৯
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংগৃহীত ছবি

বাংলাদেশে বিনিয়োগ করা বহুজাতিক কোম্পানির মুনাফা নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া (প্রত্যাবাসন) সহজ করতে সুপারিশ করেছে এ বিষয়ে গঠন করা জাতীয় কমিটি। বর্তমান প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হওয়ায় আশানুরূপ বিদেশি বিনিয়োগ আসছে না জানিয়ে সুপারিশটি করা হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ থেকে মুনাফা রিপ্যাট্রিয়েশন (প্রত্যাবাসন) কাঠামো সহজ, গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে ‘রিপ্যাট্রিয়েশন অব সেলস প্রসিডস ইন প্রাইভেট অ্যান্ড পাবলিক লিমিটেড কোম্পানিজ’ সংক্রান্ত এই কমিটি একটি পূর্ণাঙ্গ সংস্কার সুপারিশমালা চূড়ান্ত করেছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য ও কমিটির প্রধান নাহিয়ান রহমান রোচি সুপারিশমালাটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার নির্বাহী চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেন।

কমিটির সুপারিশগুলোর মধ্যে রয়েছে– বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন ছাড়া বিদেশি কোম্পানির মুনাফা প্রত্যাবাসনের বিষয়টি প্রক্রিয়াকরণ করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া; সময়াবদ্ধ প্রত্যাবাসন সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের প্রত্যাবাসন সংক্রান্ত সেবার ক্ষেত্রে সার্ভিস লেভেল অ্যাগ্রিমেন্ট (এসএলএ) প্রবর্তন; দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর ক্ষেত্রে নথিপত্রের পরিমাণ কমানোর পাশাপাশি সমসাময়িক ও বৈশ্বিকভাবে সামঞ্জস্যপূর্ণ মূল্যায়ন মানদণ্ড যুক্ত করে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নির্দেশিকাগুলো হালনাগাদ করা; জটিল ও বিতর্কিত বিষয় নিষ্পত্তি ও ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে প্রত্যাবাসন পর্যালোচনা কমিটি গঠন; দ্রুত সম্প্রসারিত হয় এমন ব্যবসা ও স্টার্ট-আপের জন্য পৃথক নীতিমালা ও মূল্যায়নের কাঠামো প্রণয়ন; মূল্যায়ন করে এমন কোম্পানিগুলোকে লাইসেন্স ও সনদ দেওয়ার লক্ষ্যে দীর্ঘ মেয়াদে ন্যাশনাল ভ্যালুয়েশন সার্টিফিকেশন অথরিটি প্রতিষ্ঠা এবং অথোরাইজড ডিলার (এডি) ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষায়িত প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধি নিশ্চিতকরণ।

এর আগে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিডার নির্বাহী চেয়ারম্যানের নির্দেশে জাতীয় এ কমিটি করা হয়। এর মূল দায়িত্ব ছিল বিনিয়োগকারীদের প্রত্যাবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করে একটি আধুনিক ও কার্যকর সংস্কার প্রস্তাব তৈরি করা।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ ব্যাংক, ইউএনডিপি এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই জাতীয় কমিটি একাধিক ধাপে কারিগরি আলোচনা করে। এরপর ভ্যালুয়েশন বিশেষজ্ঞ, মার্চেন্ট ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং আইনজীবীদের পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সুপারিশ তৈরি করেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আধুনিক ও বিনিয়োগবান্ধব আর্থিক পরিবেশ গড়ার আমাদের যে অঙ্গীকার, তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এই সুপারিশগুলোতে। বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে নির্ভরযোগ্য ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘসূত্রতা কমিয়ে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ। এই কাঠামো বিদেশি বিনিয়োগকারীদের জন্য দ্রুত সেবা নিশ্চিত করবে, যেটি বাংলাদেশের প্রতি আস্থা বৃদ্ধির বৃহত্তর লক্ষ্য পূরণে সাহায্য করবে।

Ad 300x250

সম্পর্কিত