leadT1ad

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ২২: ১২
দেশের সোনার বাজারে দরপতন হয়েছে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমার কারণ দেখিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম বুধবার (১৯ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটি সর্বসম্মতিক্রমে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪০ হাজার ৭৬১ টাকায় বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে মজুরির হারে ভিন্নতা থাকতে পারে।

Ad 300x250

সম্পর্কিত