রাজবাড়ীতে নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে হামলা এবং তাঁর লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে এই ‘মব-সন্ত্রাসের’ বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
ঘৃণা ও সহিংসতাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করতে দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
রাজশাহীতে পবায় পুলিশ সদস্যদের উপস্থিতিতেই মাইকে স্লোগান দিয়ে এক ‘পীরের’ খানকা শরিফ ভাঙচুর করেছে ‘বিক্ষুব্ধ লোকজন’।
হামলায় আহত অর্ধশত
স্থানীয়দের সঙ্গে কথা বলে যায়, কিছু দিন আগে মৃত্যু হয় নুরাল পাগলের। এরপর তাঁকে সমতল থেকে কয়েক ফুট উচুঁতে কবর দেওয়া হয়। এসব ঘটনাকে ‘শরীয়া পরিপন্থী’ বলে অভিযোগ করে আসছিল ‘স্থানীয় জনতা’।