leadT1ad

বিএনপি সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছে না, এটাই আমাদের আগামী দিনের রাজনীতি: আমীর খসরু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৬: ১২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আশরাফুল আলম

রাজনীতিতে সবাইকে সহনশীল হওয়ার তাগিদ দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই। মবোক্রেসি চলছে, অনেকে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছেন। বিএনপি কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে না, সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছে না। এটাই বিএনপির আগামী দিনের রাজনীতি।’

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মিলন হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় আগামীর রাষ্ট্র ভাবনা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দেশের একটি সার্বিক পরিবর্তনই বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য’ মন্তব্য করে তিনি বলেন, ‘আগের সেই রাজনৈতিক ধ্যান-ধারণা আর নেই। রাজনীতি বদলেছে, মানুষ বদলেছে। আর তাই তো তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনৈতিক মন্ত্র এখন নবযুগের সূচনা।’

এসময় আমীর খসরু বলেন, ‘মানুষের রাজনৈতিক সচেতনতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সবাই খোঁজে—আমার জন্য কী আছে। মানুষ এখন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিরাপত্তা এগুলো নিয়ে ভীষণ সচেতন। আর মানুষের এসব চাহিদা মাথায় রেখেই বিএনপি আগামী রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা ঘোষণা করেছে।’

দেশের যত মৌলিক সংস্কার, তা সবই ৩১ দফায় আছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘তাই জাতীয়তাবাদে বিশ্বাসী সব নেতাকর্মীর উচিত, এই ৩১ দফা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, মানুষকে বোঝানো। ৩১ দফায় ওই মানুষটার জন্য কী আছে, সেটা তাকে বোঝাতে হবে। কারণ বিএনপি ক্ষমতায় গেলে মাত্র ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এ লক্ষ্যে বিভিন্ন সেক্টর চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। ওই ব্যক্তির আর্থিক স্বচ্ছলতার জন্য বিএনপি কী করবে, সেটা তাকে জানাতে হবে।’

ড্যাবের নেতাদের উদ্দেশ করে আমীর খসরু বলেন, ‘বিএনপির ৩১ দফায় স্বাস্থ্য খাত নিয়ে যে অঙ্গীকার আছে, তা আপনারা সারা দেশে ছড়িয়ে দিন। প্রত্যেকে ফেসবুকে পোস্ট করুন। সাধারণ মানুষকে জানান বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সারা দেশের মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে। বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা যাবে না।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত