জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভবনের সংস্কারকাজ শুরু করেছে প্রশাসন। এ জন্য ভবনে থাকা সাবেক শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভবনের সংস্কারকাজ শুরু করা হয়।
অধ্যাপক সোহেল আহমেদ স্ট্রিমকে বলেন, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। আমরা চাই না এই সময় বিশ্ববিদ্যালয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমরা চাই শিক্ষার্থীরা যেন নিরাপদ থাকে, ক্যাম্পাসের নিরাপত্তা যেন বজায় থাকে।