leadT1ad

জাকসুতে ২১ ভোটকেন্দ্রের ১৭টির গণনা শেষ, এগিয়ে ছাত্রশিবির

ভোট গণনার সঙ্গে যুক্ত কর্মকর্তা, পোলিং এজেন্ট, শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে পদ আছে মোট ২৮টি। এর মধ্যে ভিপি ছাড়া বাকি শীর্ষপদ এবং অন্যান্য মিলিয়ে ১৮-২০টি পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে।

স্ট্রিম প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা এখন শেষের দিকে। স্ট্রিম ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা এখন শেষের দিকে। ২১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭টির গণনা শেষ হয়েছে, ১টি শেষের দিকে, বাকি তিনটি হলের ভোট গণনার কাজ চলছে।

নির্বাচন কমিশনের সদস্য খন্দকার লুৎফুল এলাহী বলেন, ভোটগণনা বাকি আছে মওলানা ভাসানী হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনা দুপুরের দিকেই শেষ হবে। তবে ফল প্রকাশ করতে সন্ধ্যা সাতটা বাজতে পারে। ভোট গণনা শুরুর প্রথম দিকে গত ১১ সেপ্টেম্বর চারটি টেবিলে ভোট গণনার কাজ শুরু হয়। প্রথমে হল সংসদের ভোট গণনা শুরু হয়, এরপর একজন শিক্ষকের মৃত্যু, নির্বাচন কমিশনের এক সদস্যের পদত্যাগের কারণে হলের ভোট গণনা শেষ হয় পরদিন রাতে।

এরপর শুরু হয় কেন্দ্রীয় সংসদের ভোট গণনার কাজ। শুরুর দিকে চারটি টেবিলে ভোট গণনা হলেও গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। সিদ্ধান্ত হয়, জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণার। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও গণনা শেষ হয়নি।

কারা এগিয়ে

ভোট গণনায় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে সব হলের ভোট গণনা শেষ হয়েছে সেগুলোর ফল বিশ্লেষণ করলে দেখা যায়, সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতুর সঙ্গে ছাত্রশিবিরের আরিফুল্লাহর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে, তবে এখন পর্যন্ত আবদুর রশিদ জিতু এগিয়ে আছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) পদে একই প্যানেলের ফেরদৌস আল হাসান এবং এজিএস নারী পদে আয়েশা সিদ্দিকা মেঘলা এগিয়ে।

ভোট গণনার সঙ্গে যুক্ত কর্মকর্তা, পোলিং এজেন্ট, শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে পদ আছে মোট ২৮টি। এর মধ্যে ভিপি ছাড়া বাকি শীর্ষপদ এবং অন্যান্য মিলিয়ে ১৮-২০টি পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া জাকসুতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেল থেকে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদপ্রার্থী আহসান লাবিব এবং ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জাতীয় পর্যায়ের ফুটবলার মাহমুদুল হাসান কিরণ এগিয়ে আছেন।

গত বৃহস্পতিবার জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়।

Ad 300x250

সম্পর্কিত