নাগরিক মর্যাদা নাকি টাকা, বাসা ভাড়া পেতে আসলে কী লাগে
বগুড়ার মেয়ে তামান্না তাসনিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সূত্রে তাঁর ঢাকায় আসা। থাকার জন্য বাসা খুঁজছেন বিশ্ববিদ্যালয়ের আশপাশে। অনেক খোঁজাখুজির পর পছন্দসই বাসা পেলেন। কিন্তু শর্ত জুড়ে দেওয়া হলো—‘শুধু ফ্যামিলি’। প্রায় একই দশা নোমান হাসানের। গত মাসেই একটি ব্যাংকে চাকরি পেয়েছেন। অফিস মতিঝিলে।