leadT1ad

গুচ্ছে ৫ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করতে ইউজিসির সভা, অংশ নেয়নি জবি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২২: ৪৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রধান ফটক। সংগৃহীত ছবি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়া পাঁচটি বিশ্ববিদ্যালয়কে আবারও যুক্ত করতে সভা ডেকেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ সোমবার ইউজিসির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ওই সভায় অংশ নেয়নি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। অন্য চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় অংশ নিলেও গুচ্ছে ফিরে আসার ব্যাপারে আগ্রহ দেখায়নি। সভায় অংশ নেওয়া দুজন উপাচার্য ও ইউজিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মহামারির সময়ে ভর্তিচ্ছুদের দুর্ভোগ এড়াতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু হয়। শুরুতে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আসে। পরবর্তীতে ২২টি বিশ্ববিদ্যালয় সাধারণ গুচ্ছে অংশ নেয়। তবে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়ে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ইউজিসি সূত্রে জানা গেছে, বর্তমানে ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রক্রিয়ায় আছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় নতুন করে ওই পাঁচ বিশ্ববিদ্যালয়কে যুক্ত করতে সভা ডাকে ইউজিসি। এজন্য গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের চিঠি দেওয়া হয়। সোমবার অনুষ্ঠিত সভায় ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও ওই পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অংশ নেওয়ার কথা ছিল। তবে অন্য চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নিলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ সভায় ছিল না।

সভায় অংশ নেওয়া একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্ট্রিমকে বলেন, ওই চারটি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছে ফিরে আসার ব্যাপারে আগ্রহ দেখায়নি। ওই উপাচার্যরা বলেছেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়া এককভাবে তাঁরা সিদ্ধান্ত জানাতে পারেন না। এ জন্য এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে, এর মধ্যে তাঁরা একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার ব্যাপারে আলোচনা করে জানাবেন।

এর আগে, গত ২৩ অক্টোবর এক সভায় গুচ্ছের ভর্তি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়। আগামী বছরের ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেবে ভর্তি কমিটি। তবে আবেদন করার সময় এখনও নির্ধারণ করা হয়নি। ওই পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে সিদ্ধান্ত এলেই আবেদনের সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত