leadT1ad

জবি বন্ধ চার দিন, ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৭: ২২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রধান ফটক। সংগৃহীত ছবি

ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চার দিন সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ রোববার (২৩ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ গিয়াস উদ্দিনের সই করা জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। ৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা বন্ধ থাকবে।

ভূমিকম্পজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণে বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার ক্লাস-পরীক্ষা স্থগিত ছিল।

বিজ্ঞপ্তিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার পাশাপাশি নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। হলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

৪ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগার ও উন্মুক্ত পাঠাগার বন্ধ থাকবে। তবে দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সিদ্ধান্তের কারণ হিসেবে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

প্রশাসন বলছে, মৌখিক পরীক্ষা চালু থাকা বিভাগ শিক্ষার্থীদের লিখিত সম্মতি সাপেক্ষে পরীক্ষা নিতে পারবে। ভূমিকম্প ঝুঁকি নিরূপণে ইতিমধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন হয়েছে। সবক’টি ভবন পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি মূল্যায়ন করবে এই কমিটি। কমিটির প্রতিবেদনসহ আগামী ৪ ডিসেম্বর পুনরায় সভা করবে কর্তৃপক্ষ। সেখানে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এদিকে, আগামী ২২ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। চলমান জকসু কার্যক্রমের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত